নয়াদিল্লিঃ দু'জনের সংসার। ঘরে একটা ছোট্ট প্রাণের অভাব। নিজেদের কোনও সন্তান না থাকায় অপহরণের (Kidnap) পথকেই বেছে নিয়েছিলেন নিঃসন্তান দম্পতি। এই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে অপহৃত শিশুকে উদ্ধার করে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) আমেদাবাদের (Ahmedabad) হিম্মতনগরে। গত ৯ অক্টোবর হিম্মতনগরের আরটিও ক্রসিং এলাকা থেকে শিশুটিকে অপহরণ করা হয়। শিশুটি শ্রমিক পরিবাররে সন্তান। শিশুর বাবার নাম প্রকাশ ভাম্ভোর।
আমেদাবাদে অপহরণের ঘটনা, রাস্তা থেকে অপহৃত ৩ মাসের শিশু
অভিযোগ, এদিন বিকেলে রাস্তার পাশ থেকে শিশুটিকে বাইকে করে নিয়ে পালায় ওই দম্পতি। শিশুকে খুঁজে না পেয়ে রাতেই নিখোঁজ ডায়েরি করেন বাবা প্রকাশ। এরপর এই ঘটনার তদন্ত হয়। জেলা পুলিশ প্রধানের নির্দেশে স্থানীয় ক্রাইম ব্রাঞ্চ, গ্রামীণ থানা, স্পেশাল অপারেশনস গ্রুপ মিলে তদন্ত প্রক্রিয়া চালায়। এরপর সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শাহরুখ এবং তাঁর স্ত্রী শাবানা মালেক নামে এক দম্পতির খোঁজ পায় পুলিশ। বাইকের রেজিস্ট্রেশন নম্বর দেখে অভিযুক্তদের পরিচয় জানা যায়। এরপর আহমেদাবাদের ভাটভা এলাকা থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। গ্রেফতার করা হয় ওই দম্পতিকে। পুলিশি জিজ্ঞাসাবাদে ওই দম্পতি জানান, প্রায় ৪ বছর হয়ে গিয়েছে তাঁদের বিয়ের। কিন্তু এখনও পর্যন্ত কোনও সন্তান না হওয়ায় শিশুটিকে অপহরণ করেন তাঁরা। অন্যদিকে এই ঘটনার পর অপহৃত শিশুটির নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ। সেই সঙ্গেই শারীরিক পরীক্ষার জন্য তাকে হিম্মতনগর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নিজেদের সন্তান না থাকায় ৩ মাসের শিশুকে অপহরণ, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার নিঃসন্তান দম্পতি
𝟑-𝐲𝐞𝐚𝐫-𝐨𝐥𝐝 𝐠𝐢𝐫𝐥 𝐫𝐞𝐬𝐜𝐮𝐞𝐝 𝐰𝐢𝐭𝐡𝐢𝐧 𝟒𝟖 𝐡𝐨𝐮𝐫𝐬 𝐨𝐟 𝐚𝐛𝐝𝐮𝐜𝐭𝐢𝐨𝐧 𝐢𝐧 𝐀𝐡𝐦𝐞𝐝𝐚𝐛𝐚𝐝, 𝐜𝐨𝐮𝐩𝐥𝐞 𝐚𝐫𝐫𝐞𝐬𝐭𝐞𝐝
A three-month-old girl who was kidnapped from Ahmedabad's Himmatnagar has been rescued, and police have arrested the suspects, a… pic.twitter.com/llQhFPHErQ
— IndiaToday (@IndiaToday) October 12, 2025