দাউদাউ করে জ্বলছে তৈল শোধনাগার (ছবিঃX)

নয়াদিল্লিঃ রাশিয়ার (Russia) তেল শোধনাগারে হামলা চালাল ইউক্রেন(Ukraine) সামরিক বিমানঘাঁটি, একটি ইলেক্ট্রনিক্সের কারখানা-সহ আরও বেশ কয়েকটি জায়গায় হামলা চালানো হয় বলে খবর এই হামলায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে আহত দু'জন শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত হামলা চালানো হয় এই হামলার জেরে রাশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ তেল শোধনাগার এবং সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রের খবর।

রাশিয়ার তেল শোধনাগার-বিমানঘাঁটিতে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা

জানা গিয়েছে, মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত রাশিয়ার রিয়াজান তেল শোধনাগারে হামলা চালায় ইউক্রেন হামলার পর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ওই তেল শোধনাগারে এই ড্রোন হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে আনানেফটেপ্রডুক্ট তেল সংরক্ষণাগারও এছাড়া প্রিমোরস্কো-আখতারস্কের সামরিক বিমানঘাঁটিতেও পড়েছে হামলার আঁচ শুধু তাই নয়, পেনজার ইলেকট্রোপ্রিবর কারখানাতেও হামলা চালানো হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার জেরে বৃদ্ধ-সহ দু'জনের মৃত্যু হয়েছে এও বলা হয়েছে, রাশিয়ার তরফে মোট ১১২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে ৩৪টি ড্রোন শুধু রোস্তভ অঞ্চলের আকাশেই ধ্বংস করা হয়েছে।

রাশিয়ায় বড়সড় ড্রোন হামলা ইউক্রেনের, দাউদাউ করে জ্বলছে তৈল শোধনাগার