নয়াদিল্লি: হরিয়ানার সোনিপাত রোডের (Sonipat Road) বালিয়ানা মোড়ের একটি মদের দোকানে (Liquor Shop) গুলি চলল। ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। সূত্রে খবর, ৫ যুবকের উপর মোটরসাইকেল আরোহী দুষ্কৃতীরা গুলি চালায়। হামলাকারীরা গুলি ছুড়ে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম ৩০ বছর বয়সী জয়দীপ, ৩৭ বছর বয়সী অমিত নন্দল এবং ২৮ বছর বয়সী বিনয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
পুরোনো শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানিয়েছে, ২০১৯ সালে আদালতের বাইরে গুলি চালানো হয়েছিল। গুলিতে বোহর গ্রামের প্লটরা নামে এক যুবককে গ্রেফতার করা হয়, সে এখন জেলে। ঘটনার সঙ্গে এর যোগসূত্র রয়েছে বলে মনে করা হচ্ছে।