নয়াদিল্লিঃ ফের মন্দিরে পদপিষ্টের (Stampede) ঘটনা। এবার মধ্যপ্রদেশের সেহরির কুবেরেশ্বর ধামে (kubereshwar)মর্মান্তিক ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু দুই মহিলা পুণ্যার্থীর। আহত কমপক্ষে ১০ জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
কুবেরেশ্বর ধামে পদপিষ্টের ঘর্টনা
জানা গিয়েছে, প্রতিবছরই শ্রাবণ মাস জুড়ে মধ্যপ্রদেশের এই কুবেরেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের ঢল নামে। শিবের মাথায় জল ঢালতে আসেন কাতারে কাতারে পুণ্যার্থী। এবারও তার অন্যথা হয়নি। গতকাল অর্থাৎ সোমবার থেকেই মন্দিরে পূর্ণার্থীদের ভিড় বাড়ছিল। ভিড়ের পরিমান এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় প্রশাসনকে। এদিকে আগামিকাল বুধবার মন্দির থেকে কাঁওয়ার যাত্রা শুরু হওয়ার কথা ছিল। সেই উপলক্ষে আরও ভক্তরা আসতে থাকেন। বিপুল পুণ্যার্থী এসে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয় সূত্রে খবর, মন্দিরের মধ্যেই ধাক্কাধাক্কি শুরু হয়। ভিড়ের মাঝে পড়ে পদপিষ্ট হয়ে মারা যান দুই পুণ্যার্থী। আহত হন প্রায় ১০ জন। উল্লেখ্য, দু'বছর আগে ২০২৩ সালে এই মন্দিরে একই ধরনের ঘটনা ঘটে। ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি মহাপুরাণ কথা এবং রুদ্রাক্ষ মহোৎসবের সময় এই মন্দিরেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। আহত হন শতাধিক মানুষ।
শিবের মাথায় জল ঢালতে গিয়ে মৃত্যু ২ পুণ্যার্থীর, গুরুতর আহত কমপক্ষে ১০
2 Women Killed, Several Injured In Stampede At Kubereshwar Dham In MP's Sehorehttps://t.co/PKrJAHLf8R
— ABP LIVE (@abplive) August 5, 2025