অসমে (Assam) সক্রিয় ভুয়ো চিকিৎসক (Fake Doctors) চক্র। জোরকদমে অভিযান চালিয়ে ১৭ জন ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ (Police)। চলতি বছরের অগস্ট মাস থেকে অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে পুলিশ।
পুলিসজ সূত্রে খবর, সম্প্রতি আরও দু'জন ব্যক্তি সুপাল রায় (৪১) ও ইন্দ্রজিৎ রায় (৩৯) কে আটক করেছে পুলিশ। রোজেকান্ডি চা বাগানে একটি ফার্মেসি চালাতেন এই সুপাল। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ইন্দ্রজিতের বাড়ি জলপাইগুড়ির তাতিপাড়ায়। তাঁর কোনও বৈধ ডাক্তারি সার্টিফিকেট নেই। সে সব ছাড়াই তারাপুরে একটি ক্লিনিক চালাতেন তিনি। ডাক্তার হিসেবে রোগীদের চিকিৎসা করতেন। সেখান থেকেই তাঁকে আটক করে অসম পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে অগস্ট মাস থেকেই অসমের বিভিন্ন জেলায় অভিযান চালায় পুলিশ। অভিযানের শুরুতেই পুলিশেত হাতে আসেন একের পর এক ভুয়ো চিকিৎসক। ভুয়ো চিকিৎসক সম্পর্কে কোনওরকম তথ্য পেলে স্থানীয়দের তা পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে প্রশাসনের তরফে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জানানোর জন্য প্রশাসনের তরফে একটি বিশেষ নম্বর চালু করা হয়েছে। সেই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলা হয়েছে।
কীভাবে ভুয়ো চিকিৎসকের আস্তানা হয়ে উঠেছে এই রাজ্যে?
17 Quacks Arrested In 90 Days: How An Assam District Became Fake Doctors Hub https://t.co/8SSBMkA6D9 pic.twitter.com/IcuAKBV72N
— NDTV (@ndtv) November 2, 2025