ছত্তিশগড়: ছত্তিশগড়ে (Chhattisgarh) সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident) ঘটেছে। কাওয়ার্ধা এলাকায় একটি পিকআপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সূত্রে খবর, পিকআপ গাড়িটিতে ২৫ জন ছিলেন। পুলিশ সূত্রে খবর দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে লিখেছেন, 'ছত্তিশগড়ের কাওয়ার্ধায় পথ দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই দুর্ঘটনায় যারা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। পাশাপাশি দুর্ঘটনায় সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'
দেখুন
Prime Minister Narendra Modi tweets, "The road accident in Kawardha, Chhattisgarh is extremely painful. My condolences to those who have lost their loved ones in this accident. Along with this, I wish for the speedy recovery of all the injured. Under the supervision of the state… https://t.co/AK72LiSqJ7 pic.twitter.com/C4sj4Ua3S5
— ANI (@ANI) May 20, 2024