নয়াদিল্লিঃ বৃষ্টির (Heavy Rain)দিনে অকাতরে ঘুমচ্ছিল (Sleeping) ১২ বছরের নাবালক। আচমকা ঘুম ভাঙতেই মুখে ছিটে এল কিছু একটা। এরপর পাশে তাকিয়ে যা দেখল সে, তাতে হাত-পা ঠাণ্ডা হয়ে গেল তার। নীচে তাকিয়ে দেখল মাটিতে পড়ে রয়েছে বাবা, তাঁকে হাঁসুলি দিয়ে কোপাচ্ছে মা। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়ায়। অভিযুক্ত মহিলার নাম উষা দেবী। তার স্বামী বালু দাসকে খুন করে সে। বাবাকে চোখের সামনে খুন হতে দেখে ১২ বছরের শৈলেন্দ্র। চিৎকার করতে গেলে তাকে, উষা দেবী ইশারায় বোঝান, চিৎকার করলে তার পরিণতিও বাবার মতোই হবে। ভয়ে চুপ করে থাকে নাবালক। পরদিন সকাল পর্যন্ত ওই ঘরেই ভয়ে চুপ করে বসেছিল নাবালক।
ছেলের সামনে স্বামীকে খুন মহিলার, গ্রেফতার অভিযুক্ত
পরে সাহস করে নিজের পিসির বাড়িতে গিয়ে মায়ের কীর্তির কথা খুলে বলে সে। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। নিজের অপরাধ স্বীকার করে উষা দেবী। পুলিশ সূত্রে খবর, নিহত বালু দাস শ্রমিকের কাজ করতেন। কর্মসূত্রে তিনি পঞ্জাবে থাকতেন। সম্প্রতি গ্রামে ফিরে বালু দাস জানতে পারেন তাঁর জমি বিক্রি করে দিয়েছেন স্ত্রী। এরপরই জমি নিয়ে দম্পতির মধ্যে বচসা শুরু হয়। পরে বালু দাস জানতে পারেন, গ্রামেরই এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে উষা দেবী। প্রেমিকের সঙ্গে পালানোর পরিকল্পনাও করে ফেলে সে। তাই জমি বিক্রির । স্বামী ফিরে আসায় সব পরিকল্পনা ভেস্তে যাওয়ায় স্বামীকে খুনের পরিকল্পনা করে ফেলে সে।
গায়ে ছিটে এল রক্ত, চোখের সামনে বাবালে মায়ের হাতে খুন হতে দেখল নাবালক
12-Year-Old Wakes Up To Splash Of Blood, Sees Mother Killing His Father https://t.co/7UxgXUjIdc - #bharatjournal #news #bharat #india
— Bharat Journal (@BharatjournalX) July 14, 2025