ভারতের বন্যপ্রাণী বৈচিত্র্য আরও রঙিন করে তুলতে মোদি সরকারের 'প্রোজেক্ট চিতা' (Project Cheetah)। দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে ১২ টি চিতা আনা হল মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। গত ১৮ ফেব্রুয়ারি চিতা গুলোকে নিয়ে আসা হয়েছে দেশে। মধ্যপ্রদেশের শেওপুর জেলার কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) রাখা হয়েছে ওই দক্ষিণ আফ্রিকার ১২ টি চিতাকে। পাঁচ মাস আগে দক্ষিণ আফ্রিকার নামিবিয়া (Namibia) থেকে প্রথম ভাগে ৮ টি চিতা আনা হয়েছিল। এবার দ্বিতীয় ভাগে ১২ টি চিতা বাঘ নিয়ে আসা হয়েছে শনিবার। ৮ এবং ১২ মিলিয়ে কুনো জাতীয় উদ্যানে এখন মোট ২০ টি চিতা রয়েছে।
আরও পড়ুনঃ নামিবিয়া থেকে আনা চিতার প্রথম ভিডিও প্রকাশ, দেখুন ক্লিক করে
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) টুইট করে লিখেছেন, ‘এই উদ্যোগের সঙ্গে ভারতের বন্যপ্রাণী বৈচিত্র্যের উন্নয়ন ঘটছে’। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভেপেন্দ্র যাদব টুইট করে ১২ টি আফ্রিকান চিতাকে স্বাগত জানালেন দেশে। লিখলেন, ‘স্বাগত প্রোজেক্ট চিতা। যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীনে চালু হল। কুনো জাতীয় উদ্যানে এক মাইলফলক পৌঁছে গেল প্রধানমন্ত্রীর হাত ধরে’।
দক্ষিণ আফ্রিকা থেকে ১২ টি চিতা থাবা রাখল ভারতেঃ