প্রতীকী ছবি (File Photo)

মন্দিরের (Temple) প্রসাদ (Prasad) খেয়ে অসুস্থ। হাসপাতালে (Hospital)প্রসূতি-সহ ১০৮ জন। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তামিনাড়ুতে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কালমাদাই গ্রামের কারুপ্পান্নাসামি মন্দিরে। গত ৬ জুন থেকেই ওই মন্দিরে শুরু হয়েছে ‘কুম্ভাভিষেকম’ উৎসব। সেখানেই ভোগ প্রসাদ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন অনেকে। পেটে ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দেয়। জ্ঞান পর্যন্ত হারান কয়েকজন। ধীরে ধীরে অবস্থার অবনতি হলে শুরু করা হয় চিকিৎসা।

মন্দিরের প্রসাদ খেয়ে অসুস্থ ১০৮ জন, ভর্তি হাসপাতালে

প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসুস্থদের। পরে তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর সেরে ওঠেন কয়েকজন। জানা গিয়েছে, অসুস্থ ১০৮ জনের মধ্যে ৫৬ জন মহিলা এবং ১১ জন শিশু। অসুস্থদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। বিশেষজ্ঞদের মতে, খাবারে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই মন্দিরের খাবার ও জলের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে।

মন্দিরের প্রসাদ থেকে বিষক্রিয়া, হাসপাতালে ১০৮ জন