নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশে(Uttar Pradesh) হাড় হিম করা ঘটনা। হাসপাতালের(Hospital) বাইরে পড়ে রয়েছে সদ্যজাতর(New Born) দেহ। কুকুরে ছিঁড়ে খেল মাথা। ঘটনাটি উত্তরপ্রদেশের ললিতপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের। জানা গিয়েছে, গত ৯ ফেব্রুয়ারি ওই হাসপাতালেই জন্মগ্রহণ করে ওই শিশু। কিন্তু জন্মের পর থেকেই অসুস্থ ছিল সে। মঙ্গলবার সন্ধ্যায় মারা যায় শিশুটি। হাসপাতালের দাবি, শিশুর পরিবারের হাতে তুলে দেওয়া হয় শিশুর দেহ। এমনকী হাসপাতালের এক চিকিৎসক জানান, টিপসই দিয়ে শিশুর দেহ হাসপাতাল থেকে নিয়ে যান তার কাকিমা। কিন্তু তারপরই হাসপাতালের বাইরে থেকে উদ্ধার হয় শিশুর দেহ।
উত্তরপ্রদেশে হাড় হিম করা ঘটনা!
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুর দেহ বাইরে ফেলে রেখে চলে গিয়েছে পরিবার। সেখান থেকেই দেহটি টেনে নিয়ে যায় কুকুরে। এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন ললিতপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত শিশুর পরিবাররে তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সদ্যজাতর মাথা খেয়ে নিল কুকুর, কাঠগড়ায় শিশুর পরিবার
Newborn Declared Dead By UP Hospital, Then Dogs Eat His Head https://t.co/TUkSr5BMvN pic.twitter.com/2aSvzBfMIj
— NDTV (@ndtv) February 12, 2025