Delta Plus In Uttarakhand: উত্তরাখণ্ডে মিলল প্রথম ডেল্টা প্লাস প্রজাতি
করোনাভাইরাস (Photo Credits IANS)

দেরাদুন, ৯ জুলাই: করোনার নতুন প্রজাতি ডেল্টা প্লাসের (Delta Plus) সন্ধান মিলল উত্তরাখণ্ডে৷ উধম সিং নগরের এক বাসিন্দার শরীরে মিলেছে ডেল্টা প্লাসের জীবাণু৷ এই প্রসঙ্গে উধম সিং নগরের অতিরিক্ত মুখ্যা স্বাস্থ্য অধিকর্তা অবিনাশ খান্না বলেছেন আক্রান্ত ব্যক্তি ইতিমধ্যেই লখনউতে ফিরে গেছেন৷ তিনি উধম সিং নগরের দীণেশপুর জেলায় কাকার বাড়িতে এসেছিলেন৷ উত্তরাখণ্ডে পৌঁছালে তাঁর কোভিড টেস্ট করানো হয়৷ সেই রিপোর্ট এসে পৌঁছায় গত মঙ্গলবার৷ তাতেই জানা যায়, কোভিড পজিটিভ ওই ব্যক্তি৷ শুধু তাই নয়, তাঁর শরীরে রয়েছে ডেল্টা প্লাসের জীবাণু৷  আরও পড়ুন-MS Dhoni New Look: জন্মদিনের আগেই নতুন লুকে ভাইরাল মহেন্দ্র সিং ধোনি, দেখুন ছবি

এই মুহূর্তে লখনউতে বাবা মায়ের সঙ্গে রয়েছেন তিনি৷ তাঁর মা পেশায় নার্স৷ দীনেশপুরে থাকাকালীন যেসব এলাকায় তিনি গিয়েছেন, সবকটি জায়গাকেই কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই ডেল্টা ও ডেল্টা প্লাস প্রজাতিকে ‘ভ্যারিয়েন্ট অফ কনসার্ন’ আখ্যা দিয়েছে৷