নরেন্দ্র মোদি (Photo Credits: Wikimedia)

নতুন দিল্লি, ২৪ নভেম্বর: রাম মন্দির (Ram Mandir) নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ের পর পরীক্ষায় সসম্মানে পাশ করেছে কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে সেভাবে কোথাও অশান্তির ছবি নজরে আসেনি। আজ রবিবার 'মন কি বাত'-এর অনুষ্ঠানে (Mann Ki Baat) এসেও সেই প্রসঙ্গে খুলে কথা বলতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi)। তবে এদিন শুধু অযোধ্যা মামলার রায়ের মত জাতীয় স্বার্থের বিষয় তুলে নয়, নিজের ছেলেবেলার স্মৃতির অ্যালবামের পাতা উল্টেও দেখলেন তিনি। জানালেন, 'একসময় এনসিসি করতাম। এখনও আমি নিজেকে এনসিসি-ক্যাডেট মনে করি। সবার জানা উচিত, এনসিসি হল দুনিয়ার সবচেয়ে বড় যুব সংগঠন।' সেই সঙ্গে বললেন রাজনীতিতে আসার নাকি ওনার কোন ইচ্ছাই ছিলনা!

দেশের প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে আলোড়ন ছড়িয়েছে দেশীয় রাজনীতিতে। অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের (Ranjan Gogoi) নেতৃত্বাধীন বেঞ্চ অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি হিন্দু মামলাকারীকে দেওয়ার পক্ষে রায় দিয়েছে। অন্যদিকে, সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যার অন্যত্র ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী,  এদিন অযোধ্যা প্রসঙ্গে নমোকে বলতে শোনা যায়, 'অযোধ্যা মামলায় রায়ে দেশের মানুষ যেভাবে তাঁদের পরিণত মনস্কতা-ধৈর্য দেখিয়েছেন, তা অত্যন্ত প্রসংশনীয়। গোটা পৃথিবীকে ভারতের মানুষ যে বার্তা দিতে পেরেছেন, তা দেশের স্বার্থের উর্ধ্বে আর কিছুই হতে পারে না।' আরও বলুন: Maharashtra Govt Formation: আগামীকাল সবপক্ষকে নথি জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের, আস্থা ভোট নিয়ে শুনানি কালই

উল্লেখ্য, মন্দির বানাতে তিন মাসের মধ্যে ট্রাস্ট বানানোর জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। অযোধ্যা রায়ের পর সেভাবে কোনও প্রতিক্রিয়া না জানালেও মন কি বাতে এদিন মনের কথা খুলে বললেন মোদি।