Photo Credits: FB

নয়াদিল্লি: রাজনীতিতে (Politics) অবসর (retirement) হয় না। বুধবার বয়স বেশি হয়ে গেছে বলে এনসিপি প্রধান শরদ পাওয়ারকে (NCP Chief Sharad Pawar) রাজনীতি থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন বিদ্রোহী এনসিপি নেতা অজিত পাওয়ার (Ajit Pawar)। কাকা কেন এতদিন অবসর নেয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন সদ্য মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া অজিত। এই বিষয়ে তাঁকে কটাক্ষ করলেন বৃহস্পতিবার নয়াদিল্লিতে স্বাস্থ্য পরীক্ষার (medical checkup) জন্য আসা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব (RJD chief Lalu Prasad Yadav)।

এপ্রসঙ্গে তিনি বলেন, "অজিত পাওয়ার বলছে বলেই কি শরদ পাওয়ারকে অবসর নিতে হবে? একজন প্রবীণ মানুষ কি কোনওদিন অবসর নেন এই রাজনীতিতে? রাজনীতিতে কখন অবসরই হয় না।"

বিরোধীদের ঐক্য নিয়ে প্রশ্ন তুললে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "১৭টি রাজনৈতিক দলের মানুষ ঐক্যবদ্ধ (uniting) হয়েছেন। এখন বিজেপির (BJP) যা খুশি তা বলুক। ওরা নির্মূল হয়ে যাবে। শরদ পাওয়ার একজন শক্তিশালী নেতা (strong leader)। কিন্তু, কিন্তু এই সব তার ভাইপোর কাজ।"

লালুপ্রসাদ যাদবকে বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ ও রাহুল গান্ধীকে বিয়ের পরামর্শ দেওয়ার বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তার উত্তরে তিনি বলেন, "প্রধানমন্ত্রী যেই হোক না কেন তিনি স্ত্রী ছাড়া হবেন না। প্রধানমন্ত্রীর বাসভবনে স্ত্রী ছাড়া থাকা ঠিক নয়। এটা মাথায় রেখে উচিত। তবে এবার ২০২৪ লোকসভা নির্বাচনে বিরোধীরা কমপক্ষে ৩০০টি আসন পাবে।" আরও পড়ুন: BJP Leader Pravesh Shukla Urinated on Tribal Man: 'গরীবই আমার কাছে ঈশ্বর', বিজেপি নেতার কুকীর্তিতে মন্তব্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর