PM Modi Not To Quit Social Media: না স্যার যাবেন না, নরেন্দ্র মোদির সোশ্যাল মিডিয়া ত্যাগের খবরে নেটিজেনদের আবেগঘন আর্তি
নরেন্দ্র মোদি (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ৩ মার্চ: সোমবার রাত নটা নাগাদ এক টুইট বার্তায় নেটিজেনদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) জানালেন, তিনি সোশ্যাল মিডিয়া থেকে সরে যাচ্ছেন। আগামী রবিবারেই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব কোনওটিতেই তিনি আর থাকছেন না। তবে যাওয়ার আগে সবার থেকেই বিদায় নেবেন। দুলাইনের এমন টুইট পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই নেটিজেনরা হকচকিয়ে যান। এরপরই নেটিজেনদের তরফে আর্জি আসতে থাকে যাতে তিনি সোশ্যাল মিডিয়া থেকে চলে না যান। কিছুক্ষণের মধ্যেই ‘নো স্যার’ রীতিমতো ট্রেন্ডিং হয়ে যায়। প্রায় সকলেই তাঁকে সোশ্যাল মিডিয়া না ছাড়তে অনুরোধ করেন।

নেটিজেনদের আবেদন মূলক আবেগঘন টুইট দেখলে চোখে তো রীতিমতো জল চলে আসবে। একজন লিখেছেন, “সারা বিশ্বজুড়ে মানুষ আপনাকে খুব ভালবাসে মোদিজি। যদি আপনি চান তবে সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নিতে পারেন। কিন্তু নো স্যার আমরা আপনাকে অনুরোধ করছি, সোশ্যাল মিডিয়া ত্যাগ করবেন না।” আর এক জন লিখেছেন, “আমি নরেন্দ্র মোদির অনুরাগী। তিনি সোশ্যাল মিডিয়া ত্যাগ করে আমিও আর এই প্ল্যাটফর্মে থাকব না।” কয়েকজন নেটিজেন প্রধানমন্ত্রীর এই সোশ্যাল মিডিয়া ত্যাগের সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন। এই প্রসঙ্গে একজন লিখেছেন, “নো স্যার আমরা জানি, আপনি সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে দুঃখ পেয়েছেন, কিন্তু আপনাকে আমাদের প্রয়োজন।” তবে এসব শুধু প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া ত্যাগের খবরের প্রতিক্রিয়া নয়। এনিয়েও মিমও ছড়িয়েছে। আরও পড়ুন-SSC Board Exam 2020 Starts From Today: মহারাষ্ট্রে মাধ্যমিক শুরু আজ, জীবনে প্রথম বোর্ড দিচ্ছে ১৭ লক্ষ পড়ুয়া

তবে শুধু আবেগাপ্লুত হয়ে সোশ্যাল মিডিয়ায় থেকে যাওয়ার অনুরোধই যে প্রধানমন্ত্রীকে সবাই করেছেন এমনটা ভাববেন না। মিমগুলি দেখলে হাসতে হাসতে পেটে খিল লেগে যাবে। যেমন ‘থ্রি ইডিয়েটস’ ছবির “জানে নেহি দেঙ্গে তুঝে” গানের অংশ তুলে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মিম করা হয়েছে। কেউ কেউ আবার এই সিদ্ধান্তে শক পেয়েছেন। তাঁরা লিখেছেন, “জাতীয়তাবাদিরা যে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে পারে তাতে আপনি আমাদের অনুপ্রাণীত করেছেন। আর আজ আপনি কি না সোশ্যাল মিডিয়া ত্যাগ করবেন। এই টুইট দেখে আমি শকড। মোদিজি আপনি ছাড়া সোশ্যাল মিডিয়ায় আমরা কিছুই না।”