এনইইটি নিয়ে এবার মুখ খুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। একটি ছাত্রের আত্মহত্যাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী জানান, " কারোর কোনভাবে জীবন নষ্ট করার প্রয়োজন নেই, আমরা অবশ্যই এনইইটি সরিয়ে দেব কেননা এটি তোমাকে স্বপ্নে পৌছনোর ক্ষেত্রে একটি বাধা। তামিলনাড়ু সরকার কাজ করছে এবং এর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে।"
এনইইটি-র এক ছাত্রের মৃত্যুর ঘটনায় পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়ে তিনি আরও জানান যে "আমি জেনে খুব মর্মাহত যে ক্রোমোপেটের জগদীশ্বরন যে এনইইটি পরীক্ষার্থী ছিল আত্মহত্যা করেছে। আমি যখন ভাবছিলাম যে কিভাবে তাদের সান্তনা দেব ঠিক তারপরের দিনই ছাত্রের বাবা সেলভাসেকর আত্মহত্যার খবর আসে। আমি জানি না জগদীশ্বরনের পরিবার, বন্ধুকে কিভাবে সহানূভূতি জানাব, এটা ভয়ঙ্কর যে একজন উজ্বল ছাত্র যে একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছিল এখন এনইইটি আত্মহত্যার তালিকায় নাম লেখাল। "
সারা দেশে ডাক্তারি পড়ার ক্ষেত্রে এনইইটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় পড়ুয়াদের।যাতে বেশ কিছু রাজ্যের আপত্তি রয়েছে। যাদের মধ্যে অন্যতম তামিলনাড়ু।শুধুমাত্র ইংরেজি এবং হিন্দিতেই বসার ব্যবস্থা রয়েছে এই পরীক্ষায়। ভাষাগত কারণে যা বহু ছাত্রের কাছে সমস্যার কারণ। এছাড়া এই পরীক্ষা দেশের ফেডারেল ধাঁচাকে নষ্ট করছে বলেও অভিযোগ জানায় তামিলনাড়ু। এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী রাজ্য থেকে এনইইটি বন্ধরে কথাও জানিয়েছেন বলে জানা গেছে।
Tamil Nadu CM MK Stalin writes, "...I was shocked to know that Jegadeeswaran from Chromepet, who was a NEET aspirant, committed suicide. When I was thinking of how to console his parents, the next day his father Selvasekar also died by suicide. I don't know how to console… pic.twitter.com/0jZseTEdOL
— ANI (@ANI) August 14, 2023
I am asking all students - no one should lose their life in any situation. We can definitely remove NEET which is an obstacle to your goals. Tamil Nadu Government is working and taking legal steps towards that: Tamil Nadu CM MK Stalin
— ANI (@ANI) August 14, 2023