Neeraj Chopra (Photo credit: Twitter)

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতলেন নীরজ চোপড়া।ফাইনালে ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়লেন তিনি। আর মধ্যে দিয়েই ইতিহাস গড়লেন অলম্পিকের সোনাজয়ী নীরজ চোপড়া।

কড়া প্রতিদ্বন্দীতার মধ্যে দিয়ে পাকিস্তানের আর্শাদ নাদিমকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেন অলম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রোয়ের ক্ষেত্রে যেখানে নীরজের পয়েন্ট ছিল ৮৮.১৭ সেখানে কমনওয়েলথ গেমমস চ্যাম্পিয়ন নাদিমের পয়েন্ট ছিল ৮৭.৮২ মিটার পয়েন্ট তুলে রুপো জয় করেন।এছাড়া এই খেলায় তৃতীয় স্থান দখল করেন চেক রিপাবলিকের জ্যাকুব ভ্যাদলেজেক। ৮৬.৬৭ মিটার জ্যাভলিন থ্রো করকেন তিনি। পঞ্চম স্থান অধিকার করেন কিশোর জেনা ( ৮৪.৭৭) এবং ষষ্ঠ স্থান অধিকার করেন ডি পি মনু ( ৮৪.১৪)।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এটি নীরজ চোপড়ার দ্বিতীয় মেডেল। এর আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছিলেন তিনি।নীরজের আগে ভারতের ঝুলিতে শেষ মেডেল এনেছিলেন অ়ঞ্জু ববি জর্জ।২০০৩ সালে মহিলাদের লং জাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।