করোনাভাইরাস (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১২ জুলাই: ভারতে করোনাভাইরাস (COVID-19) সংক্রমণ বিপদের আশঙ্কা বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্তের সংখ্যা নিয়ে এখন দাঁড়িয়ে ৮.৫০ লাখে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী, রবিবার দেশে সারাদিনে করোনায় আক্রান্ত (COVID-19 Cases) হলেন ২৮ হাজার ৬৩৭ জন। ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর সংখ্যা ৫৫১। সবমিলিয়ে ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৮ লক্ষ ৪৯ হাজার ৫৫৩। এরমধ্যে সংক্রামিত ২ লক্ষ ৯২ হাজার ২৫৮। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৩৪ হাজার ৬২১ জন। এখনও পর্যন্তে মারণ ভাইরাসের বলি ২২ হাজার ৬৭৪ জন। মহামারী করোনায় সবথেকে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে নতুন করে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১৩৯। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১০,০০০ পেরিয়েছে।

করোনা সংক্রমণের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় রাজ্য তামিলনাড়ু। মারণভাইরাসে আক্রান্ত রাজধানী দেশের মধ্যে সংখ্যার বিচারের তৃতীয় স্থানে রয়েছে। এরপর রপয়েছে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যগুলিতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা এক একদিনে হাজার ছাড়াচ্ছে। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ হাজার ৩৪৪ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬ জনের। রাজ্যে মোট করোনা আক্রান্ত ২৮ হাজার ৪৫৩। মোট মৃত্যু ৯০৬। আরও পড়ুন, অমিতাভ বচ্চনের মৃদু লক্ষণ রয়েছে বলে জানায় নানাবতী হাসপাতাল কর্তৃপক্ষ, শারীরিক অবস্থা ঠিকই রয়েছে

গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৭ লক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী মৃত্যুর সংখ্যা ৫,৬৭,০০০-এরও বেশি পৌঁছেছে। সুস্থ ৭ লাখের কাছাকাছি। আমেরিকা যুক্তরাষ্ট্র ৩.৩ লাখের বেশি ক্ষতিগ্রস্ত আক্রান্ত হয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে অব্যাহত রয়েছে। ১.৮ মিলিয়নেরও বেশি ইতিবাচক ক্ষেত্রে ব্রাজিল দ্বিতীয় বৃহত্তম ক্ষতিগ্রস্ত দেশ। কোভিড -১৯ মামলার মোট সংখ্যার ক্ষেত্রে ভারত তৃতীয় স্থানে অবস্থান করছে।