Supriya Shrinate, Kangana Ranaut (Photo Credit: Twitter)

দিল্লি, ২৬ মার্চ: কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্যের জেরে এবার কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানাল জাতীয় মহিলা কমিশন। সুপ্রিয়া শ্রীনাথের বিরুদ্ধে যাতে পদক্ষেপ করা হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয় জাতীয় মহিলা কমিশনের তরফে। সুপ্রিয়া শ্রীনাথ যে মন্তব্য করেছেন কঙ্গনার বিরুদ্ধে, তা অত্যন্ত আপত্তিজনক। কোনওভাবেই সুপ্রিয়া শ্রীনাথের (Supriya Shrinate ) ওই  মন্তব্য বরদাস্ত করা যায় না বলে দাবি জানানো হয় মহিলা কমিশনের তরফে। প্রত্যেক মহিলার সম্মান যাতে রক্ষা করা হয়, সেই দাবি  জানানো হয় জাতীয় মহিলা কমিশনের তরফে।

কঙ্গনা রানাউত মান্ডি থেকে বিজেপির প্রার্থী হয়েছে চব্বিশের লোকসভা নির্বাচনে। এই ঘোষণার পর কঙ্গনার ছবি পোস্ট করে সেখানে আপত্তিজনক মন্তব্য করেন সুপ্রিয়া। এমনকী মান্ডিতে 'দাম কত চলছে' বলেও কঙ্গনাকে কটাক্ষ করেন কংগ্রেস নেত্রী।

যারপরই মুখ খুলতে দেখা যায় কঙ্গনাকে।  ২০ বছরের কেরিয়ারে তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। গ্রামের মেয়ে থেকে শুরু করে, দেশের চর কিংবা মনিকর্ণিকা অথবা যৌনকর্মী। তাই সুপ্রিয়া যেভাবে তাঁকে অপমান করেছেন, তার বিরুদ্ধে সরব হন বলিউড অভিনেত্রী।

ওই ঘটনার পর সুপ্রিয়া পালটা দাবি করেন। তাঁর অ্যাকাউন্টের অ্যাকসেস অনেকের কাছে থাকে। তাঁরাই কেউ তাঁর  অ্যাকাউন্ট থেকে ওই আপত্তিজনক মন্তব্য করেন বলে দাবি সুপ্রিয়ার। পাশাপাশি যাঁরা তাঁকে চেনেন, তাঁরা জানেন তিনি এই দরনেরমন্তব্য করতে পারেন না। এমন দাবিও করেন সুপ্রিয়া শ্রীনাথ।