চলতি মাসের ১৬ এপ্রিল মেঘালয়ের গারো হিলস এলাকায় দুই নাবালিকা কন্যাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে কয়েকজন যুবকের বিরুদ্ধে। সেই মামলার তদন্তে ৮ জনকে ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, অভিযুক্তরা বহিরাগত রোহিঙ্গা। তবে এই ঘটনায় আর অনেকে জড়িত থাকার সন্দেহে তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ।
রবিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন শিশু অধিকার সংরক্ষণের জন্য জাতীয় কমিশনের চেয়ারপারসন প্রিয়াঙ্ক কানুনগো। এদিন দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন তিনি এবং এলাকাবাসীকে সচেতন থাকার কথা বলেন। এর আগেও নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন প্রিয়াঙ্ক।
Meghalaya: NCPCR Chairperson Priyank Kanoongo investigates the complaints of gang rape of minor girls during a tribal festival in the South West Garo Hills.
According to the complaint, the perpetrators are suspected to be illegal Rohingya infiltrators. The investigation is… pic.twitter.com/fH6MuoHDgq
— IANS (@ians_india) April 28, 2024
জানা যাচ্ছে, গত ১৬ এপ্রিল সন্ধেবেলায় গ্রামের অনুষ্ঠানে স্থানীয় মেলায় গিয়েছিলেন দুই কিশোর এবং দুই কিশোরী। তখন মেলা থেকে বাচ্চাদের ফুঁসলিয়ে কয়েকজন যুবক লোকালয়ের বাইরে নিয়ে যায়। এরপর দুই নাবালককে গাছে বেঁধে অত্যাচার করে এবং নাবালিকাদের ধর্ষণ করে যুবকরা। তারপর চারজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ৮ জনকে।