মুম্বই: রাহুল গান্ধী (Rahul Gandhi) সাভারকর (Savarkar) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার পর থেকেই ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছে হিন্দুত্ববাদী এই প্রয়াত নেতা। উদ্ধব ঠাকরের চাপে পরে এই নিয়ে সুর নরম করতে বাধ্য হয়েছেন কংগ্রেস নেতা রাহুল। এবার রাহুল গান্ধীর পাশে দাঁড়ানোর চেষ্টা করে সাভারকর ইস্যুতে মন্তব্য করে বিতর্ক যেন আবার উসকে দিলেন জাতীয়তাবাদী কংগ্রেস দলের প্রধান ও বর্ষীয়ান রাজনীতিবিদ শরদ পাওয়ার (NCP chief Sharad Pawar)।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাভারকর ইস্যুতে বর্তমানে অযথা বিতর্ক তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এপ্রসঙ্গে বলেন, "হিন্দুতবাদী আদর্শের প্রচারক প্রয়াত বীর দামোদর সাভারকরের (VD Savarkar) দেশের স্বাধীনতার জন্য লড়াইকে কেউ অস্বীকার করতে পারবেন না। সাভারকর প্রচুর গঠনমূলক (progressive things) কথা বলেছিলেন। আমি আগেই বলেছি আমাদের সাভারকরের গঠনমূলক বিষয়গুলির (progressive side of Savarkar) দিকে নজর দিতে হবে। আজকে তিনি নেই। তাই যাঁরা এখানে নেই তাঁদের নিয়ে আলোচনার কোনও প্রয়োজনই পরে না। এখন তাঁকে নিয়ে বিতর্ক তৈরি করে এটাকে জাতীয় ইস্যু (national issue) বানানোর কোনও মানে হয় না। এর থেকে অন্য অনেক বিষয় আছে যেদিকে নজর দেওয়া উচিত।"

বিজেপি (BJP) পরিকল্পনামাফিক অন্যদিকে নজর ঘোরানোর চেষ্টা করছে বলে অভিযোগ জানিয়ে পাওয়ার বলেন, "আজকে সাভারকর জাতীয় বিষয় হতে পারে না, এটা একটা পুরনো বিষয়।" আরও পড়ুন: Bomb Blast In Sasaram: ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠল সাসারাম, জখম একাধিক