Navy Officer Killed (Photo Credit: X/Screengrab)

২১ মার্চ: মার্চেন্ট নেভি অফিসার (Navy Officer Brutally Killed ) সৌরভ রাজপুত (Saurabh Rajput) খুনের ঘটনায় একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসতে শুরু করেছে। সৌরভ রাজপুতকে খুনের পর তাঁর দেহ ১৫টি টুকরোতে কাটা হয়। এরপর সেই কাটা টুকরো প্লাস্টিকের ড্রামে ভরে সিমেন্ট পেস্ট করা হয়। উত্তরপ্রদেশের মীরাটে স্ত্রী এবং তার প্রেমিকের হাতে যেভাবে খুন হতে হয়েছে সৌরভ রাজপুতকে, সেই ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, লন্ডন থেকে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) সম্প্রতি ফেরেন সৌরভ রাজপুত। মেয়ের জন্মদিন উপলক্ষ্যে পরিবারকে সারপ্রাইজ় দিতে দেশে ফেরেন সৌরভ। ৩ মার্চ মায়ের বাড়ি থেকে রান্না করা লাউয়ের কোফতা নিয়ে আসেন সৌরভ। স্ত্রী এবং সন্তানের জন্য লাউয়ের কোফতা নিয়ে আসেন মার্চেন্ট নেভি অফিসার।

আরও পড়ুন: Merchant Navy Officer Killed By Wife And Lover: সাহিলের ঘরে ড্রাগনের মুখ থেকে ঝরছে রক্ত, ছড়ানো বিয়ারের বোতল, নেভি অফিসার খুনের ঘটনায় খুনিদের ঘরের ভয়াবহ ভিডিয়ো প্রকাশ্যে

যে লাউয়ের কোফতায় ঘুমের ওষুধ মেশায় সৌরভের স্ত্রী মুসকান রাস্তোগি। ঘুমের ওষুধ মেশানো কোফতা খাইয়ে সৌরভকে ঘুমে পাড়িয়ে দেয় মুসকান। এরপর সে প্রেমিক সাহিল শুক্লকে বাড়িতে ডেকে নেয়। সাহিল এরপর ছুরি দিয়ে সৌরভের দেহ খণ্ডিত করে। সাহিল যখন নির্মমভাবে সৌরভকে কৌপাচ্ছিল, সেই সময় সেখানেই ঠায় দাঁড়িয়ে ছিল মুসকান।

জানা যায়, ওষুধের দোকান থেকে ঘুমের ওষুধ কিনলে যাতে কারও সন্দেহ না হয়, তার জন্যও ফাঁদ পাতে মুসকান। গত ২২ ফেব্রুয়ারি মুসকান এক চিকিৎসকের কাছে যায়। সেখানে গিয়ে সে সেই চিকিৎসককে নিজের মানসিক অবসাদের কথা বলে এবং ঘুমের ওষুধের প্রেসক্রিপশন লিখিয়ে আনে। যাতে ওষুধের দোকান থেকে ঘুমের ওষুধ কিনলেও কারও কোনও সন্দেহ না হয়। গুগল সার্চ করে খুনের আগে সমস্ত পরিকল্পনা নিজেই করে মুসকান রাস্তোগি।

সৌরভকে কোপাতে যাতে সাহিলের কোনও অসুবিধা না হয়, তার জন্য ৮০০ টাকা দিয়ে মাংস কাটার ছুরি কেনে সাহিল এবং মুসকান। সেই সঙ্গে  রেজ়র এবং প্লাস্টিকের ব্যাগও কেনে তারা। এরপর মাংস কাটার ছুরি দিয়ে সৌরভের দেহ কুপিয়ে কাটে সাহিল। সৌরভের দেহ খণ্ডিত করার পর সেগুলি ড্রামেপ ভরে সিমেন্ট পেস্ট করা হয়। যে ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।