পাতিয়ালা, ২৩ মে: ৩৪ বছর আগে অনিচ্ছাকৃত খুনের মামলায় এক বছরের জেল হয়েছে নেতা-প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)-র। সুপ্রিম কোর্টের আদেশের পর গত শুক্রবার আত্মসমর্পন করেন সিধু। সিধুকে পাতিয়ালার সেন্ট্রাল জেলে রাখা হয়। যদিও শরীর খারাপ থাকায় সিধু আদালতের কাছে জেলের শাস্তির আগে সময় চেয়েছিলেন। আদালত তাঁকে সেই সময় না দিলেও, ডাক্তারদের পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেয়। সিধুকে জেলে রাখার পর তাঁকে শারীরিক পরীক্ষার জন্য পাতিয়ালার রাজিন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভারতের তারকা ক্রিকেটার থেকে বিজেপি-র সাংসদ, এরপর পঞ্জাব কংগ্রেসের সভাপতি। সাফল্যের চূড়া থেকে ভোটে হার সহ, দলের ভরাডুবি-একের পর এক ব্যর্থতার পর এবার জেলের অন্ধকার কুটুরিতে সিধু। আরও পড়ুন: জ্ঞানব্যাপী মসজিদ মামলার শুনানি, কড়া নিরাপত্তার চাদরে বারাণসী আদালত
দেখুন ছবিতে
Navjot Singh Sidhu taken to hospital for medical check-up
Read @ANI Story | https://t.co/bAv2TF8tCI#NavjotSinghSidhu #RoadRageIncident pic.twitter.com/llYjzt0H2w
— ANI Digital (@ani_digital) May 23, 2022
১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর রাস্তায় গুরনাম সিং নামের এক ব্যক্তির সঙ্গে ঝামেলা বাধে সিধুর। বচসা থেকে ক্রমশ তা মারামারিতে পৌঁছয়। অভিযোগ, ওই ব্যক্তিকে গাড়ি থেকে বের করে মারধর করেন সিধু। মাথায় আঘাত পান ওই ব্যক্তি এবং পরে তাঁর মৃত্যু হয়। ২০১৮ সালে এই মামলায় সুপ্রিম কোর্ট সিধুকে ১ হাজার টাকা জরিমানা করেছিল। আদালতের যুক্তি ছিল, সিধুর মারেই গুরনামের মৃত্যু হয়েছে, এমন কোনও প্রমাণ নেই। আরও পড়ুন: Tunnel Collapsed In Jammu: ভেঙে পড়ল জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে নির্মীয়মাণ টানেলের একাংশ, নিখোঁজ অন্তত ১০ শ্রমিক
আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানায় মৃতের পরিবার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সিধুকে সাজা এক বছর কারাবাস সাজা শোনায়। শীর্ষ আদালত বলেছে যে কোনও অযৌক্তিক সহানুভূতি বিচার ব্যবস্থার আরও ক্ষতি করবে এবং এর কার্যকারিতার প্রতি জনগণের আস্থা নষ্ট করবে।