Navjot Singh Sidhu (Photo Credit: X)

অমৃতসর: নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu) গেরুয়া শিবিরে ফিরছেন এবং গুরুদাসপুর সংসদীয় কেন্দ্র থেকে আরেক প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংকে (Yuvraj Singh) দলে প্রার্থী করা নিয়ে বিজেপিতে গুঞ্জন চলছে। তবে টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুসারে, গুজব ছড়িয়েছে, সিধু কৃষকদের সমস্যা মোকাবেলায় কেন্দ্রের নিন্দা করছেন। সিধু তাঁর বক্তৃতা দক্ষতার জন্য পরিচিত, তবে এখন কংগ্রেসের পঞ্জাব নেতৃত্বের সাথে সমস্যায় রয়েছেন এবং নিজেই সমাবেশ করে প্রকাশ্যে দলের নির্দেশ অমান্য করছেন। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সিধুর ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও মাঝা (Majha) অঞ্চলের বিজেপি নেতারা মনে করছেন, তিনি ফের নিজের দলে যোগ দিতে পারেন এবং পঞ্জাব থেকে লোকসভা প্রার্থী হতে পারেন। তবে বিজেপি কর্মী সোমদেব শর্মা বলেছেন, সিধুর দলে যোগদানের জোরালো ইঙ্গিত রয়েছে। Shubman Gill: ভোটের ময়দানে এবার শুবমন গিল! লোকসভা নির্বাচনে কাদের হয়ে লড়বেন ভারতের তারকা ওপেনার

তিনি বলেন, 'তাঁর যোগদানের বিষয় নিয়ে অন্যান্য বিজেপি নেতা এবং সম্ভাব্য প্রার্থীদের সাথে আলোচনা চলছে, তবে বিষয়টি বেশ গোপন রাখা হয়েছে।' অমৃতসর লোকসভা কেন্দ্রটি ঐতিহ্যগতভাবে বিজেপির শক্ত ঘাঁটি বলে উল্লেখ করে তিনি আত্মবিশ্বাসী যে দল যদি সিধুকে অমৃতসর থেকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় তবে তিনিই জয়ী প্রার্থী হতে পারেন। তবে কংগ্রেস নেতা রমন বক্সী সিধুর বিজেপিতে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, 'একজন নেতা যিনি এক দল থেকে অন্য দলে ঘুরে বেড়ান, তিনি তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেন।'

সূত্র জানিয়েছে, কংগ্রেসের অমৃতসর ছাড়া অন্য কোনও আসন থেকে সিধুকে প্রার্থী করার সম্ভাবনা রয়েছে। এছাড়া শোনা যাচ্ছে, সানি দেওলের (Sunny Deol) পরিবর্তে গুরদাসপুর থেকে প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংকে প্রার্থী করতে পারে বিজেপি। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে তাঁর বৈঠকের ইঙ্গিতই মিলেছে। অতীতেও বিজেপি গুরদাসপুর থেকে সেলিব্রিটি প্রার্থী যেমন বিনোদ খান্না এবং দেওলকে দাঁড় করিয়েছে।