ভোটদানে উতসাহ বাড়তে এবার ব্যাট ধরছেন ভারতের তারকা ক্রিকেটার শুবমন গিল (Shubman Gill)। আসন্ন লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha Elections) ভোটারদের ভোটদানে উতসাহ বাড়াতে বিভিন্ন রাজ্যে আইকন বেছে প্রচার করতে নামছে নির্বাচন কমিশন।
পঞ্জাবে নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের আইকন (State Icon) হিসেবে ভারতের তারকা ক্রিকেটার শুবমন গিলকে বেছে নিল। 'স্টেট আইকন'গিল এবার পঞ্জাবে ভোটারদের ভোটদানে উতসাহ করতে প্রচার করবেন। গিলের ছবি পঞ্জাবে সর্বত্র ব্যবহার করবে কমিশন।
দেখুন খবরটি
Shubman Gill designated as ‘state icon’ for the Lok Sabha polls.#ShubmanGill #Punjab #LokSabha #CricketTwitter pic.twitter.com/u5ageVfts7
— InsideSport (@InsideSportIND) February 19, 2024
পঞ্জাবে নির্বাচন কমিশনের লক্ষ্য হল, ভোটদানের হার বাড়িয়ে ৭০ শতাংশের ওপর নিয়ে যাওয়া। পঞ্চনদের দেশে ১৩টি লোকসভা আসন আছে। গতবার সেখানে ৬৫.৯৬ শতাংশ ভোট পড়েছিল। এবার পঞ্জাবে কমিশনের স্লোগান, ইস বার ৭০ পাড়। রাজ্যের যুবক, তরুণ, নতুন ভোটারদের মধ্যে ভোটদানে উতসাহ বাড়াতে গিল দারুণ কাজে আসবেন বলে কমিশনের কর্তাদের আশা। গতবার যে সব কেন্দ্রে, বুথে ভোট কম পড়েছিল, সেখানে নির্বাচন কমিশন প্রচারে জোর দিচ্ছে।