নতুন দিল্লি, ১ অক্টোবর: পঞ্জাবে কংগ্রেসের (Congress) এক প্রভাবশালী নেতাকে ড্রাগ পাচার কাণ্ডে গ্রেফতার করে আম আদমি পার্টির (AAP) সরকার। এই ইস্যুতে আপ শাসিত পঞ্জাবে নিজেদের দলের নেতা অরবিন্দ কেজরিওয়ালকে সরাসরি তোপ দাগেন কংগ্রেস নেতারা। পাল্টা কংগ্রেসকে আক্রমণ করে আপ। এতে বিরোধীদের জোট INDIA নিয়ে সংশয় তৈরি হয়েছে। যেহেতু 'ইন্ডিয়া' জোটের গুরুত্বপূর্ণ দুই শরিক দল হল কংগ্রেস ও আপ। লোকসভা নির্বাচনের আগে হাত ও ঝাড়ু শিবিরের মধ্যে চলা 'ইন্ডিয়া'র এই কোন্দল ঘিরে বেশ খুশি বিজেপি।
এবার ইন্ডিয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি নভজোত সিং সিধু (Navjot Singh Sidhu) বললেন, " ইন্ডিয়া জোট বড় পাহাড়ের মত দাঁড়িয়ে আছে। একটা ঝড় এসেছে কিন্তু তাতে জোটকে টলানো যাবে না। কোনওরকম অন্তর্ঘাতের চেষ্টা, বিশ্বাসঘাতকতা সবল নিরর্থক হবে । পঞ্জাবকে বুঝতে হবে আসন্ন নির্বাচনটা ভারতের প্রধানমন্ত্রীকে বেছে নেওয়ার, পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নির্বাচনের জন্য নয়। "দিল্লির প্রশাসনিক ক্ষমতা ইস্যুতে দিল্লির কেজরিওয়ালের সরকারের পাশে দাঁড়িয়েছিল কংগ্রেস। ইন্ডিয়া জোটের বৈঠকে কাছাকাছি আসেন রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল। আরও পড়ুন-মোদীর 'স্বচ্ছ ভারত' অভিযানের ডাক, ঝাড়ু হাতে রাস্তায় বিজেপি সভাপতি জেপি নাড্ডা
দেখুন এক্স
The I.N.D.I.A alliance stands like a tall mountain … a storm here and there will not affect its Grandeur !!! Any attempt to sabotage and breach this shield to safeguard our Democracy will prove futile … Punjab must understand that this…
— Navjot Singh Sidhu (@sherryontopp) October 1, 2023
প্রসঙ্গত, পঞ্জাবে আপ-এর ভগবন্ত মান সরকারের প্রধান বিরোধী দল হল কংগ্রেস। পঞ্জাব বিধানসভায় বিজেপির তেমন প্রভাবই নেই।