চলতি মাসেই উদ্বোধন হতে চলেছে নভি মুম্বই বিমানবন্দরের (Navi Mumbai Airport)। আগামী ৮ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে চলেছেন এই আন্তর্জাতিক বিমানবন্দরের। ইতিমধ্যেই শিল্পপতি গৌতম আদানী এই বিমানবন্দরের কাজ পরিদর্শন করে গেছে। বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি্র কাজ চলছে। এরমধ্যেই নভি মুম্বই বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রস্তাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পেশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। সূত্রের খবর, বিমানবন্দরের নাম লোকনেতে ডি. বি. পাতিল আন্তর্জাতিক বিমানবন্দর করার প্রস্তাব দিয়েছেন ফড়নবিশ।
ফড়নবিশের প্রস্তাবে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী
এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রীর সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর আলোচনা চলছিল। অবশেষে ফড়নবিশের প্রস্তাবকে সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ফলে ৮ অক্টোবর এই নাম নিয়েই উদ্বোধন হবে বিমানবন্দরটি। একইভাবে পুনে ও ছত্রপতি সম্ভাজি নগর বিমানবন্দরের নাম পরিবর্তনের আবেদন করবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। যদিও সেই নামগুলি কী রাখা হবে, সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
কবে থেকে চালু হবে পরিষেবা?
সূত্রের খবর, উদ্বোধনের ১৫ দিন পর সাধারণের জন্য চালু হবে এই বিমানবন্দর। প্রথমদিকে ৬০ বিমান ওঠানামা করবে। একমাসের মধ্যে সেই সংখ্যাটি বাড়ানো হবে। আর ছ’মাসের মধ্যে সেই সংখ্যাটি ২৪০-৩০০টি করার লক্ষ্যমাত্রা রয়েছে। এই বিমানবন্দর থেকে ডোমেস্টিক ও আন্তর্জাতিক দুরকমের বিমানই ছাড়া হবে।