Narendra Modi World’s Most Powerful Person 2019: এবার বিশ্বের ভোটেও মোদির জয়জয়কার, পুতিন-ট্রাম্পদের হারিয়ে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান নমো
বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি নরেন্দ্র মোদি। ব্রিটিশ পাঠকদের ভোটে জিতলেন। (File Photo)

নয়া দিল্লি, ২১ জুন: দেশ জয়ের পর এবারও বিদেশেও নরেন্দ্র মোদি (Narendra Modi)- র জয়জয়কার। এক জনপ্রিয় ব্রিটিশ দৈনিকের পাঠকদের বিচারে ২০১৯ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্য়ক্তি-র মর্যাদা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিটিশ হেরাল্ড নামের ওই পত্রিকায় পাঠকদের ভোটিংয়ে মোদি হারালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের মত সুপার পাওয়ার দেশের প্রধানদের।

পাঠকদের মোট ভোটের ৩১ শতাংশ পেয়ে ব্রিটিশ হেরাল্ড পত্রিকার পাঠকদের বিচারে বিশ্বের 'World’s Most Powerful Person 2019'-সম্মান পান মোদি। সেখানে এই ভোটাভুটিতে মোদির কাছে হেরে দ্বিতীয় স্থানে থাকা পুতিন পান ২৯.৯% ভোট। আরও পড়ুন- ২৬/১১-র মুম্বই হামলার জন্য দায়ী আরএসএস প্রধান মোহন ভাগবত, কী বললেন এই ব়্যাপ আর্টিস্ট?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পান ২১.৯ ভোট। চতুর্থ স্থানে থাকা চিনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং পান ১৮ শতাংশ ভোট। গোটা বিশ্বের ২৫ জনেরও বেশি রাষ্ট্রনেতাদের নিয়ে ভোটাভুটি প্রক্রিয়া হয়েছিল। তবে বিচাকরা চারজন রাষ্ট্রপ্রধানদের বাছার পর,পাঠকরা এই চারজনের মধ্যে তাঁদের পছন্দ বেছে নেন। যে চারের লড়াইয়ে জিতলেন মোদি, সবার শেষে থাকলেন চিনের শি জিনপিং।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যাক আসনে জিতে ফের দেশের মসনদে বসেন নরেন্দ্র মোদি। মোদি ম্যাজিকে টানা দু বার একক সংখ্য়াগরিষ্ঠতা পেয়ে সরকার গড়েছে বিজেপি। মহারাষ্ট্র থেকে গুজরাট, উত্তরপ্রদেশ থেকে রাজস্থান, বাংলা থেকে অসম-সর্বত্র বিপুলভাবে জিতে দেশের ৩০৩টি আসনে বিজেপির ঐতিহাসিক জয়ের আসল কারণ নমো ফ্যাক্টার। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে মোদির  এত বড় জয়টা গোটা বিশ্বকেই চমকে দিয়েছে। তারই প্রভাব দেখা গেল ব্রিটিশ পাঠকদের এই ভোট।