দিল্লি, ৯ জুলাই: ইউক্রেনে (Ukraine) যুদ্ধ শেষ করুন। রাশিয়া (Russia) সফরে পুতিনের (Vladimir Putin) সঙ্গে আলোচনায় এভাবেই যুদ্ধ বন্ধের আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ যাতে বন্ধ হয়, মস্কো সফরে সেই আবেদন জানাতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে। যুদ্ধ কোনও কিছুর সমাধান সূত্র নয়। আলাপ, আলোচনার মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগোয়। তাই যুদ্ধের ভূমি থেকে কোনও কিছু সমাধান বেরোয় না। পুতিনের সঙ্গে সাক্ষাৎ পর্বে এভাবেই ইউক্রেন নিয়ে প্রধানমন্ত্রী মোদী মত প্রকাশ করেন বলে খবর।
সোমবার মস্কোয় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মস্কোয় মোদী পৌঁছলে রুশ প্রেসিডেন্টের নভো-ওগারিওভোতে বাসভবনে দুই রাষ্ট্রনেতা সাক্ষাৎ করেন এবং তাঁদের সৌজন্যমূলক সাক্ষাৎ সেরে একে অপরকে উষ্ণ আলিঙ্গন করতে দেখা যায়। এরপর পুতিনের বাসভবনে মোদীকে নৈশভোজ সারতেও দেখা যায়।
এদিকে মোদীর রাশিয়া সফরে আমেরিকা নজর রাখছে বলে সে দেশের প্রতিনিধি ম্যাথিউ মিলারের তরফে জানানো হয়। রাশিয়ায় গিয়ে মোদী কী বলছেন, কী বিবৃতি দিচ্ছেন, আমেরিকার সেদিকে নজর রয়েছে বলেও জানান মিলার।