দিল্লি, ৯ জুন: রুশ সেনার জন্য যে ভারতীয়রা কাজ করছেন, তাঁদের যাতে ভারতে (India) ফেরানো হয়, সে বিষয়ে পদক্ষেপ করবে মস্কো। ভারতীয়রা যাতে দেশে ফিরতে পারেন নিরাপদে, সে বিষয়ে রাশিয়া ব্যবস্থা করবে। প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) রাশিয়া (Russia) সফরে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের পথ আরও মসৃন করতে মস্কোর তরফে এমন আশ্বাস দেওয়া হয়েছে বলে খবর। ফলে ভারতের প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের প্রথমেই দিল্লির পক্ষে এটি কূটনৈতিক জয় বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।
সোমবার মস্কোয় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মস্কোয় মোদী পৌঁছলে রুশ প্রেসিডেন্টের নভো-ওগারিওভোতে বাসভবনে দুই রাষ্ট্রনেতা সাক্ষাৎ করেন এবং তাঁদের সৌজন্যমূলক সাক্ষাৎ সেরে একে অপরকে উষ্ণ আলিঙ্গন করতে দেখা যায়। এরপর পুতিনের বাসভবনে মোদীকে নৈশভোজ সারতেও দেখা যায়।
ভারত থেকে যেকজন রুশ সেনায় কাজ করতে মস্কোয় যান, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। যে খবর প্রকাশ্যে আসার পর থেকে রুশ সেনায় কর্মরত ভারতীয়দের দেশে ফেরাতে তৎপর হয় দিল্লি। রুশ সেনায় কর্মরত ভারতীয়দের দেশে ফেরাতে ক্রমাগত দিল্লির পর চাপ প্রয়োগ শুরু করে কংগ্রেস-সহ বিরোধীরা। বিষয়টি এক নাগাড়ে আলোচনা শুরু হয়। এবার মোদীর রাশিয়া সফরের প্রথম দিনেই বিষয়টি নিয়ে পুতিনের তরফে আশ্বাস দেওয়া হয় বলে খবর। যা ভারতের কূটনৈতিক জয় বলেই মনে করা হচ্ছে।