নয়াদিল্লিঃ আজ, রবিবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী (Prime Minister) হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এনডিএ (NdA)-এর সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন তিনি। রবি সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন নমো। এই আসরে হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা,মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু সহ সাত প্রতিবেশী দেশ ও ভারত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্রনেতারা। মোদীর শপথ গ্রহণের হ্যাটট্রিককে কেন্দ্র করে শুধু দিল্লিতেই নয়, গোটা দেশজুড়ে সাজো সাজো রব। এ বার মোদীর জন্য বিশাল আকারের রূপোর পদ্ম তৈরি করলেন জম্মু কাশ্মীরের এক স্বর্ণকার। নমোর এই সাফল্যে খুশি হয়ে এই পদ্মটি বানিয়েছেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই রূপোর পদ্ম।
এই খবরটিও পড়ুনঃ গঙ্গার ঘাটে আরতি, মোদীর মুখোশ পরে যোগব্যায়াম, নমোর শপথ গ্রহণকে ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ
মোদীর সঙ্গে আর কারা শপথ নেবেন তাও স্থির হয়ে গিয়েছে গতকালের বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠকে, এমনটাই সূত্রের খবর। এমনকী সূত্রের খবর, রবি সকালেও ফোন পেয়েছেন অনেক নব নির্বাচিত সাংসদ। ফোন পেয়েছেন পশ্চিমবঙ্গের দুই বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শান্তনু ঠাকুর। আজ দিল্লি যাচ্ছেন তাঁরা এও শোনা যাচ্ছে। আজ, প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিতে পারেন অমিত শাহ, রাজনাথ সিং ও নিতিন গড়করীরাও।
দেখুন ভিডিয়ো
VIDEO | A jeweller in Jammu has crafted a silver lotus flower for PM-designate Narendra Modi who will take oath at Rashtrapati Bhavan, Delhi later today.
(Full video available on PTI Videos - https://t.co/dv5TRAShcC) pic.twitter.com/LUzRvM94AN
— Press Trust of India (@PTI_News) June 9, 2024