ভারত জুড়ে নিয়ন আলোর বদলে বসছে ১.৩৪  কোটি LED আলো! কেন্দ্রের পদক্ষেপে বছরে সাশ্রয় ৫ হাজার কোটি টাকা
(Photo Credits: Wikimedia Commons)

নতুন দিল্লি, ৫ অক্টোবর: নিয়ন আলোর (Street Light) দেশে (India) এবার LED-র ছড়াছড়ি। খুব শীঘ্রই ভারতের সব রাজ্য মিলিয়ে ১.৩৪ কোটি নিয়ন আলো বদলে ফেলে এলইডি আলো (LED Lights) জ্বালানো হবে৷ বিদ্যুত্‍ বাঁচাতে ও দূষণ (Pollution) রুখতে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মোদি সরকার (Narendra Modi Government)৷ আগামী বছরের মার্চের মধ্যেই এই পদক্ষেপ কার্যকর হবে বলে জানা গিয়েছে। যার ফল স্বরূপ বছরে ৫ হাজার কোটি টাকা সাশ্রয় করবে সরকার বলেও জানা গিয়েছে৷

মোদি সরকারের এই পদক্ষেপে ১ হাজার ১১৯ মেগাওয়াট সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা কমবে৷ গোটা দেশে ৭ হাজার কোটি ৭১ লক্ষ কিলো ওয়াট বিদ্যুত্‍ বাঁচবে৷ এছাড়াও, বছরে ৪ কোটি ৬০ লক্ষ কার্বন ডাই অক্সাইড কম মিশবে বাতাসে৷ ফলে দূষণ ও কমবে৷ একই সঙ্গে খরচ বাঁচবে ৫ হাজার ৫৭০ কোটি টাকা৷ ২০১৮ সালের তুলনায় দেশ জুড়ে দ্বিগুণ হয়েছে এলইডি স্ট্রিট লাইটগুলির সংখ্যা। তবে স্ট্রিট লাইটিং ন্যাশনাল প্রোগ্রামের লক্ষ্যমাত্রা (Target) পূরণ হয়নি। ২০১৮ সালের মার্চে দেশে এলইডি স্ট্রিট লাইটের সংখ্যাটা যেখানে ছিল ৪৯ লক্ষ, সেখানে তা দ্বিগুণ হয়ে ২০১৯ সালের ১ অক্টোবরের মধ্যে হয়েছে ১ কোটি। আরও পড়ুন- Aarey Tree Cutting: বম্বে হাইকোর্টের নির্দেশের পরও আরে কলোনিতে গাছ বাঁচাতে মরিয়া পরিবেশবিদরা, গ্রেপ্তার ২৯

বিদ্যুৎ ও নতুন ও নবায়নযোগ্য জ্বালানি প্রতিমন্ত্রী আর কে সিং (R K Singh) সম্প্রতি এ প্রসঙ্গে জানিয়েছেন, “যেসব পৌরসভা সংস্থাগুলি এই কর্মসূচি বাস্তবায়নে অংশ গ্রহণ করেছিল তাঁদের কাজ সত্যিই প্রশংসনীয়। এই লক্ষ্য পূরণের জন্য পৌরসভা এবং রাজ্য সরকারকে একসঙ্গে কাজ করতে হবে।"