নয়াদিল্লি: আজ ভারতীয় সংবিধানের ৭৫তম বর্ষপূর্তি। ১৯৪৯ সালে ২৬ নভেম্বর তারিখ গৃহীত হয়েছিল দেশের সংবিধান যা ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে কার্যকর হয়। এই সংবিধান ভারতের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। দিনটি গুরুত্বপূর্ণ কারণ এই দিনে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান গৃহীত হয়েছিল, যা ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তিপ্রস্তর। ২০১৫ সালে ভারত সরকার ২৬ নভেম্বরকে ‘সংবিধান দিবস’ হিসাবে উদ্যাপন করার সিদ্ধান্ত নিয়েছিল। ২০১৫ সালে ডক্টর ভীমরাও আম্বেদকরের ১২৫তম জন্মবার্ষিকী ছিল। এরপর থেকে প্রতি বছর ২৬ নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়। এ উপলক্ষে আজ দেশের সংসদ ভবনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সংসদ ভবনে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ৭৫ তম বর্ষপূর্তিতে সংস্কৃত ও মৈথিলী ভাষায় লেখা সংবিধান পেশ করা হল। দেখুন লাইভ ভিডিও-
PM @narendramodi attends a programme on Constitution Day at Samvidhan Sadan@PMOIndia @MSJEGOI @MLJ_GoIhttps://t.co/fmrvWMOPJf
— Ministry of Information and Broadcasting (@MIB_India) November 26, 2024
সম্পূর্ণ সংবিধান প্রস্তুত করতে ২ বছর, ১১ মাস এবং ১৮ দিন সময় লেগেছিল। সংবিধানের খসড়া কমিটির প্রধান ছিলেন আম্বেদকর। সংবিধানের মূল কপিটি প্রেম বিহারী নারায়ণ রায়জাদার হাতে লেখা। প্রতিটি পৃষ্ঠা শান্তিনিকেতনের শিল্পীদের হাতে সজ্জিত ছিল। ভারতীয় সংবিধানে মোট ৩৯৫টি অনুচ্ছেদ (২২টি অংশে বিভক্ত) ছিল, তবে সংশোধনীর ফলে বর্তমানে ৪৪৮টি অনুচ্ছেদ (২৫টি অংশে বিভক্ত) রয়েছে। সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে।