প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo Credits: ANI)

জলগাঁও, ১৩ অক্টোবর: রবিবার মহারাষ্ট্রের (Maharashtra) জলগাঁওয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে গিয়ে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা নিয়ে কংগ্রেস ও এনসিপিকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি জানান, যারা ৩৭০ ধারা রদের বিরোধিতা করেছেন তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভার নির্বাচন। সেই নির্বাচনের প্রচারে জলগাঁওয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন, বিরোধীদের উচিত কুমিরের কান্না না কাঁদা। বিরোধীরা যদি ৩৭০ ধারা ফিরিয়ে আনে তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যত বলে আর কিছু থাকবে না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, 'বিরোধীদের চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে জম্মু ও কাশ্মীর নিয়ে সাফ কথা বলুক বিরোধীরা। নির্বাচনী ইস্তেহারে বিরোধীরা বলুক, ক্ষমতায় এলে তারা ৩৭০ ধারা ও ৩৫এ ধারা ফিরিয়ে আনবে।' নরেন্দ্র মোদি এদিন জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে আরও বলেন, গত ৫ অগাস্ট আমরা এমন এক সিদ্ধান্ত নিয়েছি যা কল্পনাই করা যেত না। গোটা দুনিয়া ভারতের যুক্তি বুঝতে পেরেছে। চার মাস সময় দিন জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক আবস্থা ফিরিয়ে আনব। এতদিন ওখানে ভয়ের বাতাবরণ ছিল। জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আরও পড়ুন, মঙ্গলবার থেকে 'গান্ধী সংকল্প যাত্রা' শুরু করবে রাজ্য বিজেপি, জানালেন দিলীপ ঘোষ

আর কিছুদিন পর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। সেই বিষয়টি মাথায় রেখে ৩৭০ ধারাকে হাতিয়ার করে লড়ছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ৩৭০ ধারা রদের পর স্বাভাবিক হয়েছে কাশ্মীরের পরিস্থিতি। তাই এর বিরোধিতা করে কোনলাভ নেই বলে জানিয়েছেন। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিরোধীদের দিকে।