বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন (La Ganesan)। এরমধ্যেই কয়েকদিন আগে বাসভবনে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। তারপর থেকেই অসুস্থ অবস্থায় চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। কিন্তু হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হল বর্ষীয়ান বিজেপি নেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। এমনকী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি

নরেন্দ্র মোদী এক্স হ্যাণ্ডেলে পোস্ট করে জানান, নাগাল্যান্ডের রাজ্যপাল থিরু লা. গণেশন মৃত্যুতে আমি শোকাহত। তিনি একজন নিষ্ঠাবান জাতীয়তাবাদী ছিলেন। তামিলনাড়ুতে বিজেপিকে সম্প্রসারিত করতে তিনি কঠোর পরিশ্রম করেছিলেন। এছাড়া তামিল সংস্কৃতির অনুরাগীও ছিলেন তিনি। অন্যদিকে রাষ্ট্রপতি লেখেন, নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। রাজ্যসভার সদস্য, মণিপুর ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তার পরিবারের প্রতি সমবেদনা রইল।

দেখুন পোস্ট

বাংলার অস্থায়ী রাজ্যপাল ছিলেন গণেশন

শুক্রবার সন্ধ্যে ৬টা ২৩ নাগাদ মৃত্যু হয় গণেশনের। তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, রাজ্যপাল আরএন রবি। ২০২২ সালে উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার পর রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। সেই অস্থায়ী রাজ্যপাল হিসেবে গণেশন দায়িত্ব নিয়েছিলেন। পরে সিভি আনন্দ বোস দায়িত্ব নেওয়ার পর ২০২৩ সালে ২০ ফেব্রুয়ারি নাগাল্যান্ডে রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাঁকে।