Nagaland: গুজরাটে আমিষ খাবার বিক্রি করায় মারধর নাগাল্যান্ডের ২ জনকে, মুখ খুললেন বিজেপি সাংসদ
Nagaland (Photo Credit: Wikipedia)

দিল্লি, ৭ জুন: গুজরাটে আমিষ খাবার বিক্রির অভিযোগে নাগাল্যান্ডের ২ ব্যক্তিকে হেনস্থার অভিযোগ উঠল। গুজরাটে কেন উত্তর-পূর্বের আমিষ খাবার বিক্রি করা হচ্ছে, এই প্রশ্ন তুলেই নাগাল্যানডের ওই ২ তরুণকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। যে খবর প্রকাশ্যে আসতই মুখখোলেন নাগাল্যান্ডেরে বিজেপির সাংসদ তেমজেন ইমনা আলং। নিজের সোশ্যাল হ্যান্ডেলে গুজরাটের খবর শেযার করে, এই ঘৃণা বন্ধ হোক বলে দাবি করেন তেমজেন।

 

পাশাপাশি গোটা দেশ জুড়ে যাতে ঘৃণার দাপট বন্ধ হয়ে ভালবাসা ছড়িয়ে দেওয়া হয়, সেই মত প্রকাশ করেন বিজেপি সাংসদ। সেই সঙ্গে উত্তর-পূর্বের মানুষকে এভাবে যাতে অপমানিত হতে না হয়, সেই সওয়ালও করেন তেমজেন। গোটা দেশের মানুষের সঙ্গে উত্তর-পূর্বের যাতে বিভাজন না করা হয়, সে বিষয়েও মত প্রকাশ করেন তেমজেন ইমনা।