Photo Credit: FB

গুয়াহাটি, ১৬ জুন: লোকসভা নির্বাচনে এবার আর তার জাদু চলেনি। উত্তর পূর্ব ভারতের বেশ কিছু জায়গায় হিমন্ত বিশ্ব শর্মা (Himant Biswa Sarma)র নেতৃত্বে একেবারেই ভাল ফল করতে পারেনি বিজেপি। নিজের রাজ্য যোরহাটে গৌরব গগৈ-কে হারানোর চ্যালেঞ্জ নিয়েও সফল হননি অসমর মুখ্যমন্ত্রী হিমন্ত। লোকসভা ভোটের ধাক্কা কাটিয়ে উঠে অসমবাসীর মন জিততে এবার বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের মানুষ ভিআইপি কালচারে বিরক্ত হচ্ছেন বুঝতে পেরে হিমন্তের নতুন সিদ্ধান্ত। ভিআইপি কালচার শেষ করার দৃষ্টান্ত স্থাপন করতে এবার থেকে তিনি ও অসমের মুখ্য সচিব আর সরকারের খরচে বাড়ির বিদ্যুতের বিল মেটাবেন না বলে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। জুলাই থেকেই তিনি নিজের বাড়ির বিদ্যুতের বিল নিজেই মেটাবেন বলে জানালেন হিমন্ত। করদাতাদের টাকা থেকে সরকারের কোনও আধিকারীক বা কর্মচারী যাতে বাড়ির বিদ্যুতের বিলের খরচ না নেন সেই বিষয়টিতে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই বিষয়ে হিমন্ত বিশ্বশর্মা বললেন, "আমরা রাজ্যে ভিআইপি কালচার শেষ করার সিদ্ধান্ত। এবার থেকে সরকারী কর্তারা আর বিদ্য়ুতের বিলের খরচ করদাতাদের দেওয়া টাকা থেকে মেটাবেন না। এই বিষয়ে দৃষ্টান্ত স্থাপন করতে আমি এবং রাজ্যের মুখ্যসচিব আগামী পয়লা জুলাই থেকে নিজেদের বিদ্যুতের বিল নিজেরাই মেটাবো। সব সরকারী কর্মচারীদের এবার থেকে বিদ্যুতের বিলের খরচ নিজেদেরই মেটাতে হবে।"আরও পড়ুন-কুয়োতে নেমে জলের শেষ বিন্দু নিচ্ছেন এক মহিলা! জল সংকটে হাহাকার অবস্থা মহারাষ্ট্রে

দেখুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা-র এক্স পোস্ট

মন্ত্রী, আমলা, সরকারী কর্মচারীদের বিদ্যুতের বিলের পিছনে খরচ বেশ হয়। তবে ফোন, ইন্টারনেটের বিল সহ আরও অনেক কিছু ভাতা বাবদও খরচ কম হয় না। সেই দিক থেকে দেখলে ভিআইপি কালচারের সঙ্গে বিদ্যুতের বিলের খরচ মেটানো খুব বড় বিষয় নয়। তবে বিজেপি সমর্থকরা বলছেন, বিদ্য়ুতের বিলের মাধ্যমে অসমে ভিআইপি কালচার শেষের শুরুটা হিমন্ত করলেন।