দিল্লির পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে তীব্র জল সংকট চলছে। মহারাষ্ট্রেও একই ছবি ধরা পড়ছে বিগত কয়েক মাস ধরে। রবিবার নাসিকের চলমুখ গ্রামে দেখা গেল একটি মর্মান্তিক দৃশ্য। গ্রামের মধ্যে রয়েছে একটি কুয়ো, সেখানেও জল গিয়েছে শুকিয়ে। একদম তলানিতে একটি গর্তের মধ্যে কিছুটা জল রয়েছে। সেটি তুলতে গভীর কুয়োয় নেমে গিয়েছে এক মহিলা। সে বাকি গ্রামবাসীদের বালতিতে জল ভরে দিচ্ছেন। বিগত কয়েকদিন ধরে এই মহিলার ভরসায় রয়েছেন একাধিক গ্রামবাসী। এক মহিলা জানিয়েছেন, "গ্রামে প্রবল জলের সমস্যা রয়েছে, এই অবস্থায় ওই মহিলা প্রতিদিন কুয়োয় নেমে সকলের জন্য জল ভরে দিচ্ছেন। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে জলের খুব সমস্যা হচ্ছে এখানে"।
#WATCH | Nashik, Maharashtra: People of Cholmukh village forced to fetch water by entering a deep well amid the scorching heat due to acute water shortage. pic.twitter.com/RkwH0iYYdq
— ANI (@ANI) June 16, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)