প্রণব মুখার্জি(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৩ আগস্ট: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি (Pranab Mukherjee) এখনও জীবিতই রয়েছেন। গুজব উড়িয়ে একথাই বললেন ছেলে অভিজিৎ মুখার্জি। পড়ে গিয়ে মাথায় চোট পান বর্ষীয়ান প্রণববাবু। তাঁকে হাসপতালে ভর্তি করা হলে লালরসের পরীক্ষা হয়। তাতে জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। সেই সহ্গে মাথায় রক্তের ক্লট জমে যাওয়ায় অপারেশন করা জরুরি হয়ে পড়ে। এই অস্ত্রোপচারের পরেই তাঁর শারীরিক অবস্থা সংকটজমনক হয়ে ওঠে। দুদিন ধরে এমন পরিস্থিতি থাকলেও গতকাল রাতের দিকে অভিজিৎ মুখার্জি জানান, তাঁর বাবা ভাল আছেন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় খবর রটে যায়, মারা গিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সেই খবর ভাইরালও হয়ে যায়।

এদিকে বাবা জীবিত থাকাকালীন তাঁর মৃত্যুর গুজবে তিতিবিরক্ত প্রণববাবুর মেয়ে শর্মিষ্ঠা ও ছেলে অভিজিৎ মুখার্জি-সহ গোটা পরিবার। বৃহস্পতিবার সকালে টুইট বার্তায় অভিজিৎবাবু বলেন, “আমার বাবা এখনও জীবিত আছেন এবং হেমোডায়নমিক্যালি স্থিতিশীল। নামী সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্যুর গুজব ভাইরাল করে দিয়েছেন। এ থেকেই বোঝা যায় ভারত ভুয়ো খবরের কারখানায় পরিণত হয়েছে।” আরও পড়ন-COVID-19 Vaccine Update: সপ্তাহ দুয়েকের মধ্যেই করোনাভাইরাস ভ্যাকসিনের উৎপাদন শুরু করবে রাশিয়া

উল্লেখ্য, আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন প্রণব মুখার্জি। এদিন সকালে হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশ হয়েছে। সেখানে স্পষ্টভাবেই লেখা আছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রাক্তন রাষ্ট্রপতির শরীরিক অবস্থার কোনওরকম পরিবর্তন হয়নি। তিনি কোমায় চলে গিয়েছেন। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এরপরেই বাবার মৃত্যুর গুজব নিয়ে ক্ষোভ উগরে দেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখার্জি। বিরক্তি প্রকাশের পাশাপাশি তিনি মিডিয়ার উদ্দেশে রীতিমতো অনুরোধ করেছেন। তাঁকে যেন বারবার ফোন না করা হয়। হাসপাতাল থেকে জরুরি আপডেট পাওয়ার জন্য ফোনটা ফাঁকা রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।