Muskan Rastogi Viral Audio Clip (Photo Credits: X)

মিরাট, ২২ মার্চঃ স্বামী মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে (Saurabh Rajput) খুন করে প্রেমিক সাহিলের সঙ্গে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বেড়াতে চলে যান মুসকান। কাসোলের (Kasol) একটি হোটেলে সাহিলের স্ত্রীর পরিচয় দিয়ে ছয়দিন একসঙ্গে রাত্রিযাপন করেন মুসকান। ১০ মার্চ হোটেলে চেক-ইন করেন দুজনে। পরের দিন, ১১ মার্চ ছিল সাহিলের জন্মদিন। মুসকান এবং সাহিলের সঙ্গে তাঁদের একজন গাড়ির চালকও এসেছিলেন বলে জানিয়েছেন হোটেলেরই এক কর্মী।

প্রেমিকের জন্মদিন উদযাপনের জন্যে চালককেই কেক আনার দায়িত্ব দিয়েছিলেন মুসকান। হোয়াটস অ্যাপে চালককে পাঠানো মুসকানের একটি অডিয়ো ক্লিপ পুলিশের হাতে এসেছে। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'ভাই আপনাকে একটা কেক কিনে আনতে হবে, যেখান থেকে হোক। আমায় ফোন করবেন না। মেসেজ করে জানাবেন কেক পেলেন কিনা'।

আরও পড়ুনঃ স্বামীকে খুন করে প্রেমিক সাহিলের 'স্ত্রীয়ের' পরিচয়ে হিমাচলের হোটেলে রাত্রিবাস মুসকানের, সেখানেই জন্মদিন উদযাপন, আর কী কী জানাচ্ছেন হোটেল কর্মী

মুসকানের ভাইরাল অডিয়ো ক্লিপঃ

গত ৪ মার্চ স্বামী সৌরভ রাজপুতকে খুন করেন স্ত্রী মুসকান। ঘুমের ওষুধ খাইয়ে তাঁর গলা কাটে মুসকান এবং প্রেমিক সাহিল। এরপর দেহের ১৫ টুকরো করে। বাজার থেকে নীল রঙের একটি ড্রাম কিনে এনে তার মধ্যে সৌরভের দেহাংশ ভরে তাতে সিমেন্ট বালি দিয়ে চাপা দেয় অভিযুক্তরা।