নয়াদিল্লিঃ মুম্বইয়ে (Mumbai) ট্রেন থেকে উদ্ধার মৃতদেহ সমেত স্যুটকেস। সোমবার এই স্যুটকেসটি পাওয়া গিয়েছে মুম্বইয়ের দাদার (Dadar) স্টেশনে। জিআরপিএফের (GRPF) সহায়তয়ায় উদ্ধার হয় এটি। এই ঘটনায় দু'জন ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম জয় প্রবীণ চাভদা এবং তার সহযোগী শিবজিৎ সুরেন্দ্র সিং। সান্তাক্রুজের বাসিন্দা তারা। এই খুনের সঙ্গে তারা দু'জনেই যুক্ত বলে জানা গিয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, স্যুটকেসের মধ্যে আরশাদ আলি শেখ নামে এক ব্যাক্তির দেহ রয়েছে। পুলিশ জানিয়েছে, পাইধুনি থানার এখতিয়ারে এ তাঁকে খুন করা হয়। সন্দেহভাজনদের নাম জয় প্রবীণ চাভদা এবং তার সহযোগী শিবজিৎ সুরেন্দ্র সিং। দু'জনেই সান্তাক্রুজের বাসিন্দা আরশাদ আলী শেখের খুনের সঙ্গে জড়িত। হত্যার পর, রবিবার রাতে, সন্দেহভাজনরা তুতারি এক্সপ্রেস ট্রেনে করে দেহ লোপাট করার পরিকল্পনা করে। সেই মতোই স্যুটকেসের মধ্যে মৃতদেহ ভরে ট্রেনে উঠেছিল তারা। কিন্তু ট্রেনের মধ্যে ব্যাগপত্র চেকিং-এর সময় ধরা পড়ে। ট্রেন থেকে পালিয়ে যায় এক সন্দেহভাজন। যদিও পরে তাকে উলহাসনগর থেকে গ্রেফতার করা হয়। দুই সন্দেহভাজন একে অপরের সঙ্গে সাংকেতিক ভাষায় কথা বলছিল। কী কথা হচ্ছিল তাদের মধ্যে তা জানার জন্য তদন্তে সাংকেতিক ভাষা বিশেষজ্ঞকে কাজে লাগিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কোনও এক মহিলাকে নিয়ে আহত এবং অভিযুক্তদের মধ্যে বচসার সূত্রপাত। এরপর নিহত আরশাদ আলি শেখকে একটি পার্টিতে ডেকে পাঠানো হয়। সেখানেই তাঁকে হত্যা করা হয়।
Mumbai Man's Body Found In Suitcase At Dadar Railway Station, 2 Arrested https://t.co/9d5lKcA5BR pic.twitter.com/ZUCNot9Y3j
— NDTV (@ndtv) August 6, 2024