লখনউঃ গিয়েছিলেন বন্ধুর জন্মদিনের পার্টিতে (Birthday Party), সেখানেই বন্ধুর হাতে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে লখনউয়ের ক্যান্টনমেন্ট থানা এলাকায়। মৃত যুবকের নাম নিতীন প্রকাশ। ভগবন্ত নগরের বাসিন্দা তিনি। ছোট ভাইকে নিয়ে বন্ধু মনু বোসের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে খুন (Murder) করা হয়েছে বলে অভিযোগ।
UP Man's Head "Smashed With Brick" During Fight At Birthday Party, Dies https://t.co/DLPIye3wzu pic.twitter.com/9TdTR5NGqj
— NDTV (@ndtv) May 24, 2024
বৃহস্পতিবার সন্ধ্যায় ভাই সচিন প্রকাশকে নিয়ে মনুর বাড়িতে যান নিতীন। সেখানেই চলছিল জন্মদিনের পার্টি। এই পার্টিতে উপস্থিত ছিলেন নিতীনের বন্ধু ঋত্বিকও। দুর্গাপুরি এলাকার বাসিন্দা সে। পার্টি চলাকালীন হঠাৎই নিতীন ও ঋত্বিকের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। ধীরে-ধীরে তা হাতাহাতিতে পৌঁছয়। ঋত্বিক ও তাঁর বন্ধুরা মিলে নিতীনকে মারতে শুরু করে। ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। নিতীনের ভাই সচিন প্রকাশ পুলিশকে জানিয়েছেন, পার্টিতে অনেক লোক উপস্থিত ছিলেন, কিন্তু এই ঘটনা দেখে কেউ এগিয়ে আসেননি। সচিনের কথায়, "বাড়ির বাইরে পুরো ঘটনাটি ঘটে। ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়। প্রথমে কেউ বাইরে আসেননি। যখন আমি আর নিতীন চিৎকার করে কাঁদতে শুরু করি সেই শব্দ শুনে বাড়ির বড়রা বেরিয়ে আসেন। তারপর নিতীনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।" ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।