নতুন দিল্লি, ১৫ মে: দিল্লির মুন্ডকা অগ্নিকাণ্ডের (Delhi's Mundka Fire) ঘটনায় বাড়ি মালিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)। ধৃতের নাম মণীশ লাকড়া (Manish Lakra)। তিনি গতকাল থেকে পলাতক ছিলেন। পুলিশ ডেপুটি কমিশনার সমীর শর্মা বলেছেন, "আমরা মণীশ লাকড়াকে গ্রেফতার করেছি। অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে।"
মণীশ ওই পুড়ে যাওয়া বহুতলের উপরের তলায় থাকতেন। এখনও পর্যন্ত বহুতলে আগুন লেগে মৃত্যু হয়েছে ৩০ জনে। আহত হয়েছেন ১২ জন। ৫০ জনকে উদ্ধার করা হয়েছে অক্ষত অবস্থায়। আগুন লাগার পরই মণীশ গা ঢাকা দেন। আরও পড়ুন: Gyanvapi Mosque Contro: 'ক্ষতি হলে ব্যাপক প্রতিবাদ হবে', বারাণসীর জ্ঞানভাপি মসজিদ বিতর্কে হুঁশিয়ারি দিলেন মুসলিম ধর্মগুরু
Mundka fire incident | Third accused Manish Lakra detained, says Delhi Police.
A total of 27 people died and several people were injured in the fire incident near Mundka Metro station on May 13.
— ANI (@ANI) May 15, 2022
চারতলা বহুতলের গ্রাউন্ড, প্রথম এবং দ্বিতীয় তলা একটি সংস্থাকে ভাড়া দিয়েছিলেন মণীশ। সেই সংস্থার মালিক হরিশ গোয়েল এবং বরুণ গোয়েলকে গতকালই গ্রেফতার করা হয়েছিল। আগুন লাগার সময় অধিকাংশ মানুষ দ্বিতীয় তলায় উপস্থিত ছিলেন।