নয়াদিল্লিঃ মিশরের (Egypt) আসওয়ান শহর থেকে উদ্ধার ১৪০০ টির বেশি মমি (Mummies)। সম্প্রতি মিশরের এই শহর থেকে প্রত্নতাত্ত্বিকরা ৩৬ টি সমাধি উদ্ধার করেছেন। যার প্রতিটিতে ৩০ থেকে ৪০ টি মমি রয়েছে। বিজ্ঞানীরা এই শহরটিকে "মৃতের শহর"-এর সঙ্গে তুলনা করেছেন। মমিগুলই ৯০০ বছর আগের বলে অনুমান। আর নীল নদের পূর্ব তীরে অবস্থিত এই আসওয়ান শহরটি ৪৫০০ হাজার বছরের পুরনো। এই শহরে মধ্যে প্রাচীন পারস্য, মিশরীয়, রোমান, গ্রীক এবং উপক্রান্তীয় আফ্রিকানরা বসবাস করত। প্রত্নতাত্ত্বিকদের একটি বিশেষ দল পাঁচ বছর ধরে কাজ করে এই মমিগুলি আবিষ্কার করেছেন। মনে করা হচ্ছে, এখানে যাঁদের সমাধিস্থ করা হয়েছিল তাঁরা সংক্রামক রোগে মারা গিয়েছিলেন। প্রত্নতাত্ত্বিকরা জানান, এই শহরে মানুষদের শ্রেণি অনুসারে সমাধিস্থ করা হয়েছে। অভিজাতদের পাহাড়ের চূড়ায় সমাধিস্থ করা হয়েছে এবং মধ্যবিত্তদের তাঁদের নীচে সমাধিস্থ করা হয়েছে। মিলানের একজন প্রত্নতত্ত্ববিদ প্যাট্রিজিয়া পিয়াসেন্টিনি বলেন, "সমাধিস্থলটি প্রায় ২৭,০০০০ ফুট প্রসারিত। এখানে পাহাড়ে স্তরে স্তরে সাজানো প্রাচীন সমাধির ১০ টি পর্যন্ত রয়েছে।"
Over 1,400 Mummies Found In Hidden "City Of The Dead" In Egypt https://t.co/uQXJ4VL1KL
— NDTV (@ndtv) June 28, 2024