মুম্বই, ১৩ মে: করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়ছে বাণিজ্যনগরীতে। এশিয়ার বৃহত্তম বস্তি ধারাবিতে সংক্রমণের সংখ্যা ১০০০ পেরিয়েছে। বুধবার আরও ৬৬ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। এখনও পর্যন্ত ধারাবিতে করোনা আক্রান্তের সংখ্যা ১,০২৮। কমবেশি ৩০ জনের মৃত্যু হয়েছে। এই এলাকায় সংক্রমণের হার ভয়ঙ্কর। দ্রুত গতিতে ধারাবিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। ধারাবিতে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল ২ এপ্রিল। ১ মাস পেরোতে না পেরোতেই ১০০০ পেরোল আক্রান্তের সংখ্যা।
Mumbai's Dharavi reports 66 new cases of COVID19, today, taking the total number of cases in the area to 1028: Brihanmumbai Municipal Corporation
— ANI (@ANI) May 13, 2020
মুম্বইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার পেরিয়েছে। বাণিজ্যনগরী মুম্বইয়ে মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ৫৫০ জনের। মৃতের হার ৩.৭১ শতাংশ। করোনাভাইরাসে অন্যান্য রাজ্যের তুলনায় মহারাষ্ট্রের মুম্বইয়ে মৃত্যুর হার বেশ কিছুটা বেশি। ১৩ মে পর্যন্ত ৩৪০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। আরও পড়ুন: Mamata Banerjee: ফোন করলে বাড়িতে ডাক্তার আসবে? ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
মুম্বইয়ের মফ:স্বল এলাকাতেও আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। যা প্রশাসনের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ হাজার পেরিয়ে গিয়েছে। দেশের পশ্চিমাংশে করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজারের বেশি মানুষ। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার পেরিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৫২৫ জন এবং মৃত্যু হয়েছে ১২২ জনের।