মুম্বই, ১৮ জানুয়ারি: করোনায় (Corona Virus) বড় স্বস্তি পেল মুম্বই (Mumbai)। একটা সময় দৈনিক সংক্রমণ ২৫ হাজারের কাছাকাছি পৌঁছে যাওয়া মু্ম্বই, গত কয়েকদিন কোভিড সংক্রমণ দ্রুত নামতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে করোনায় নয়া আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৫৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় ১২ জন মারা গিয়েছেন। আরব শহরের তীরে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫০ হাজার ৭৫৭ জন। মুম্বইয়ে ৮৩ শতাংশ করোনা রোগী উপসর্গহীন। মায়ানগরীতে যত দ্রুত হারে সংক্রমণ বাড়ছিল, ঠিক সেই হারেই দ্রুত করোনা সংক্রমণ নামতে শুরু করেছে। তবে কোভিডের কেস দ্রুত নামতে শুরু করলেও এখনই কঠোর বিধি হাল্কা করতে নারাজ প্রশাসন।
মুম্বইয়ের মত মহারাষ্ট্রেও করোনা সংক্রমণ কমতে শুরু করে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে ৩১,১১১ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা আগের দিনের থেকে দশ হাজার কম। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১২২ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। আরও পড়ুন: কোভিড টিকাহীন লোকজনের রেস্তরাঁ, স্টেডিয়ামে প্রবেশ নিষেধ; ফ্রান্সে জারি নয়া আইন
দেখুন টুইট
In a major relief, #Mumbai has recorded a sharp drop in the number of #Covid cases, with only 5,956 new cases on Monday
NDTV's Saurabh Gupta reports pic.twitter.com/iR0N4IZ2Mv
— NDTV (@ndtv) January 18, 2022
এদিকে, দেশের মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৮৯১। গত কালকের থেকে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮.৩১ শতাংশ বেড়েছে আজ। এদিকে রাজ্যে বাড়ছে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। ডেল্টার (Delta) সঙ্গে যুক্ত হয়েছে নতুন করে ওমিক্রনের (Omicron) নাম। ফলে রাজ্যজুড়ে যাতে আর নতুন করে সংক্রমণ ছড়াতে না পারে, তার জন্য একাধিক বিধিনিষেধ জারি করা হয় সরকারের তরফে। নবান্নের তরফে নয়া গাইডলাইন প্রকাশের পর এবার ক্রমশ তা শিথিল করা হচ্ছে রাজ্য সরকারের তরফে।
অন্যদিকে, সোমবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ২ লাখ ৩৮ হাজার ১৮ জন। রবিবারের দৈনিক সংক্রমণের পরিসংখ্যান থেকে সোমবারের দৈনিক সংক্রমণের পরিসংখ্যানে ২০ হাজার ৭১ জন কম। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৩১০ জন। একই দিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১ লাখ ৫৭ হাজার ৪২১ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১৭ লাখ ৩৬ হাজার ৬২৮টি। নিত্য পজিটিভিটি রেট ১৪.৪৩ শতাংশ।