মুম্বই, ৮ জুলাই: Mumbai Rains. সপ্তাহখানেক আগের আতঙ্ক আবার কি দেখা যাবে মুম্বইয়ে? গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টি এখনও চলতি থাকার সপ্তাহের প্রথম দিনেই মুম্বইবাসী বেশ চিন্তায়। ইতিমধ্যেই ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Chhatrapati Shivaji Maharaj International Airport) থেকে খবর আসছে, খারাপ আবহাওয়ার কারণে সেখানে কোনও বিমান ওঠানামা করছে না। সোমবার সকালে মুম্বইয়ের বেশ কিছু জায়গায় ঘণ্টাখানেক ভারী বৃষ্টিপাত হয়, যাতে বলিউডের শহরের বেশ কিছু জায়গায় জল জমে যায়।
আর মুম্বইয়ে জল জমা মানে ট্র্যাফিকের গতি এত কমে যায় যে কাজের জায়গা পৌঁছতে ছুটির সময় এসে যায়। লোকাল ট্রেনে ভিড়ের জন্য পরিচিত মুম্বইয়ে বৃষ্টিতে যাত্রীদের ভিড় রেকর্ড বেড়ে যায়। আরও পড়ুন-যমুনা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে ২৯ জনের মৃত্যু
Kurla LBS Scenes #MumbaiRains @RedFM_Mumbai @mybmc pic.twitter.com/Gom3gQSBse
— sanchi kogata (@SanchiKogata) July 8, 2019
প্রসঙ্গত, গত সপ্তাহ মুম্বইয়ে রেকর্ড বৃষ্টিতে জল জমা, জনজবীন ব্যাহত হওয়ার ছবি-ভিডিও দেখে আঁতকে উঠেছিল দেশ। সেই বৃষ্টির শুরুটাও হয়েছিল গত সপ্তাহের সোমবার থেকে। সপ্তাহ ঘুরে আরও একটা সোমবার। ফের মুম্বইয়ে আতঙ্কের ছবি। গত মঙ্গলবার ৯০ ঘণ্টারও কিছু বেশি সময় ধরে বন্ধ করে দেওয়া হয়েছিল ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর। রানওয়েতে জল জমে থাকা, খারাপ আবহাওয়ার কারণে মুম্বইয়ের এই আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ছিল প্রায় দিন চারেক। গত সোমবার মুম্বইতে ৩৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এর জেরে মুম্বইয়ের বিভিন্ন প্রান্তে কোথাও হাঁটু সমান, কোথাও আবার এক মানুষ সমান জল জমেছিল। মুম্বই শহরের নিকাশী ব্যবস্থা বড়সড় প্রশ্নের মুখে পড়েছিল।