মুম্বই, ১৯ অগাস্ট: ভেসে যাচ্ছে মুম্বই (Mumbai Rain)। ভারতের বাণিজ্যনগরীর বহু এলাকা কার্যত জলের তলায়। যার জেরে স্কুল, কলেজ, অফিস সব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি অফিসগুলিও যাতে বন্ধ থাকে, সেই নির্দেশ জারি করা হয়েছে ফড়ণবীশ সরকারের তরফে।
মুম্বই-সহ মহারাষ্ট্রের (Mumbai Rain Disaster) একাধিক এলাকায় যখন জোর কদমে বৃষ্টি শুরু হয়েছে, সেই সময় রাস্তা দিয়ে যেমন গাড়িঘোড়া চলতে পারছে না, তেমনি বিমান চলাচলও সম্পূর্ণ রূপে ব্যাহত বলে জানা যাচ্ছে।
ফ্লাইট র্যডারের সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত ১৫৫টির বেশি বিমান (Flight) (যেগুলি মুম্বই বিমানবন্দর থেকে ছাড়ার কথা ছিল) উড়তে দেরি করছে। সেই সঙ্গে মুম্বইতে প্রবেশের কথা ছিল, এমন ১০২টি বিমানও নামতে পারছে না।
আরও পড়ুন: Cloudburst Video: মেঘভাঙা বৃষ্টিতে ভাসছে মহারাষ্ট্র, দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো
দেখুন কী অবস্থা মুম্বইয়ের...
VIDEO | Mumbai: Heavy rain leads to severe waterlogging at Wadala Railway Station; roads inundated leading to traffic jams in the area.
(Full video available on PTI Videos- https://t.co/dv5TRARJn4) pic.twitter.com/bcyugoOzXU
— Press Trust of India (@PTI_News) August 19, 2025
জলে ভাসতে শুরু করেছে গোটা বাণিজ্যনগরী...
VIDEO | Mumbai: Heavy rain lashes the city; visuals from JJ Flyover shows continuous downpour.
(Full video available on PTI Videos- https://t.co/dv5TRARJn4) pic.twitter.com/wkQmaprCkD
— Press Trust of India (@PTI_News) August 19, 2025
মঙ্গলবার সকালে ইন্ডিগোর তরফে সতর্কতা জারি করা হয়। প্রচণ্ড বৃষ্টি এবং জলমগ্ন হওয়ার জন্য বিমান ছাড়তে দেরি করবে নির্দিষ্ট সময়ের থেকে বলে ইন্ডিগোর তরফে জানানো হয় যাত্রীদের। শেষ খবর পাওয়া পর্যন্ত মুম্বইতে একটানা বৃষ্টির জেরে ২৫০টির বেশি বিমানের গতিপথ শ্লথ হয়েছে। অর্থাৎ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মুম্বইতে রেকর্ড বৃষ্টি হয়েছে। ২০০ মিলি মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে গত ২৪ ঘণ্টায়।
তবে এখানেই শেষ নয়, আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টি হবে মুম্বইতে। ফলে নীচু এলাকাগুলি সব জলে যেমন ভেসে যাচ্ছে, দুর্ভোগ মানুষের আরও বাড়বে বলে জারি করা হয়েছে সতর্কতা হাওয়া অফিসের তরফে।
প্রসঙ্গত সোমবার মহারাষ্ট্রের নান্দেড়ের মুখেড়ে মেঘভাঙা বৃষ্টি হয় বলে জানা যায়। যার জেরে মুখেড়ের উদ্দেশে রওনা দেয় বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী। গোটা মহারাষ্ট্রের পাশাপাশি মুম্বইয়ের অবস্থাও অচল হয়ে পড়ছে এক নাগাড়ে বৃষ্টির দৌলতে।