Mobile Phone (Photo Credit: File Photo)

মুম্বই, ২৪ জুলাই: বাংলাদেশ (Bangladesh) এবং নেপালে (Nepal) মোবাইল ফোন (Mobile Phone)  পাচারের চেষ্টা চলছিল। বাংলাদেশ এবং নেপালে মোবাইল পাচারের আগেই বড় একটি গ্যাংকে পাকড়াও করল মুম্বই পুলিশ। মুম্বই থেকে বাংলাদেশ এবং নেপালে পাচারের উদ্দেশ্যে ৪৮০টি মোবাইল ফোন জমা করা হয়। চোরাই মোবাইলের মধ্যে থেকে বেশ কিছু আই ফোনও উদ্ধার করা হয়। ঘটনার পরপরই তদন্ত শুরু করা হয় মুম্বই পুলিশের তরফে।

মোবাইল ফোনের পাশাপাশি ৯.৫ কেজি গাঁজা, ১৭৪ বোতল বিদেশি মদ, ২টি তলোয়ার এবং ল্যাপটপ পুলিশ বাজেয়াপ্ত করে বলে খবর। সেই সঙ্গে ৭৫ লক্ষ টাকাও উদ্ধার করা হয় বলে মুম্বই পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন:  Monkeypox: কেরলের পর দিল্লিতে ধরা পড়ল মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ, বাড়ছে আতঙ্ক

ওই ঘটনার জেরে আসিফ ইদ্রিসি, লাল্লু বদরুদ্দিন খান, ফৈয়াজ শেখ-সহ আলরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। ওই গ্যাংয়ের সঙ্গে আরও কে কে যুক্ত, সে বিষয়ে পুলিশ তল্লাশি শুরু করেছে।