Monkeypox: কেরলের পর দিল্লিতে ধরা পড়ল মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ, বাড়ছে আতঙ্ক
Monkeypox (Photo Credit: File Photo)

দিল্লি, ২৪ জুলাই: কেরলের (Kerala) পর এবার দিল্লি (Delhi)। ভারতে চতুর্থ মাঙ্কিপক্সের (Monkeypox) সংক্রমণ ধরা পড়ল দিল্লিতে। রাজধানী শহর দিল্লিতে প্রথম মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। দিল্লিতে বছর ৩১-এর এক যুবকের শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ ধরা পড়েছে। ওই যুবককে দিল্লির মৌলনা আজাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, বছর ৩১-এর ওই যুবকের জ্বর এসেছে। সেই সঙ্গে শরীরে ক্ষত রয়েছে। ওই যুবকের বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই বলেই জানা যাচ্ছে। ফলে প্রথম মাঙ্কিপক্সের সংক্রমণে আতঙ্ক ক্রমশ গ্রাস করছে ভারতের রাজধানী শহরকে।

 

 

যদিও জ্বর এবং শরীরে ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হলেও, ওই রোগীর আবস্থা আপাতত স্থিতিশাল বলেই জানানো হয় মৌলনা আজাদ মেডিকেল কলেজ হাসপাতালের তরফে।

আরও পড়ুন: Monkeypox: ছড়াচ্ছে মাঙ্কিপক্স, পুরুষ সমকামীদের ফের সাবধান করল WHO

সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফেরার পর ৩ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হন। কেরলের ত্রিবান্দ্রাম, কান্নুরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে। ওই দুই ব্যক্তিই সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারতে ফেরেন। বিদেশ ফেরৎ দুই ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়লেও, দিল্লির সংক্রমিত ব্যক্তির বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকায় আতঙ্ক বাড়ছে।