Monorail In Mumbai (Photo Credit: X@ANI)

১৯ অগস্টের পর আবার ১৫ সেপ্টেম্বর, যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথ বন্ধ হয়ে গেল মুম্বইয়ের মনোরেল। আজ সকালে মুম্বইয়ের ওয়াডালা এলাকায় কারিগরি ত্রুটির কারণে একটি মনোরেল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আসেন মুম্বই মনোরেল ডেভেলপমেন্ট অথোরিটির কর্মকর্তারা। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। এরপর দমকলের প্রচেষ্টায় ভিতরে থাকা ১৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়।ঘটনা নিয়ে  এমএমআরডিএ-র জনসংযোগ কর্মকর্তা (পিআরও) জানিয়েছেন, "ওয়াডালায় মনোরেলে কারিগরি ত্রুটির পর আটকে থাকা ১৭ জন যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে।"

ত্রুটি সারিয়ে চালু হল মনোরেল

 উদ্ধারকার্যের পর চালু হল মনোরেল। কী জানালেন দমকল অফিসার- 

অফিসার জানান- আজ সকাল ৭টা নাগাদ মুকুন্দরাও আম্বেদকর রোড জংশনে মনোরেলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মনোরেলটি গাডগে মহারাজ স্টেশন থেকে চেম্বুর যাচ্ছিল। মনোরেল কারিগরি দল মুম্বাই ফায়ার ব্রিগেডকে ফোন করে। আমাদের বিশেষ গাড়িটি ঘটনাস্থলে পৌঁছয়। আমরা ও মনোরেলের কারিগরি দল ট্রেনে থাকা ১৭ জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে। ট্রেনটিকে কাপলিং করে ওয়াডালায় নিয়ে যাওয়া হচ্ছে। কোনও আঘাতের খবর পাওয়া যায়নি। সবাই নিরাপদে আছেন... অভিযান শেষ হয়েছে।"